শিরোনাম
◈ জামায়াতের সঙ্গে জোট করার কারণ জানাল এনসিপি (ভিডিও) ◈ নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন মাহফুজ আলম ◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের ◈ নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩১ বিকাল
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগরে অগ্নিকাণ্ডে নিহত ১

নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর  ইউনিয়নের আদর্শ গুড়িগ্রামের উত্তর পাড়ায় শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত একজন ও বাড়ি ঘর ভস্মীভূত  হওয়ার ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো: আলমগীর (৬০) পিতা রশিদ মিয়া।  

বিটঘর ইউপি চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ঘটনাস্থল পরিদর্শন করি,  দগ্ধ আলমগীর মিয়া দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। আগুন লাগার পর অন্যরা ঘর থেকে বের হতে পারলেও অসুস্থ আলমগীর মিয়া বের হতে পারেননি। ঘটনাস্থলেই তিনি মারা যান। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

স্থানীয়রা জানায়, শনিবার মধ্য রাতে হঠাৎ করে আলমগীর মিয়ার বসত ঘরে আগুন লাগলে ঘরের লোকজনের চিৎকারে গ্রামবাসী উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এক ঘণ্টার চেষ্টা করে আগুন নেভানো সম্ভব হলেও ঘরের ভিতরে আটকা পড়া আলমগীরকে উদ্ধার করতে পারা যায়নি, দগ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান। 

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহায়তা করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়