সুন্দরবনের নলিয়ানে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ ২ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড।
আটকরা হলেন– খুলনার কয়রা উপজেলার আজিবর মোল্লার ছেলে মো. আবু মুসা ও জিযারুল ইসলামের ছেলে মো. ইমরান হোসেন।
শনিবার (২৭ ডিসেম্বর) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ২টায় খুলনার দাকোপের সুন্দরবনের নলিয়ান সংলগ্ন মুচির দোয়ানী খালে একটি বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড।
অভিযান চলাকালীন সেখান থেকে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, একটি মাথা, ৪টি পা ও ৬০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ ২ জন শিকারিকে আটক করা হয়। জব্দ করা হরিণের মাংস, মাথা, পা, ফাঁদ এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।