শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:০২ বিকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগরে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপনের জন্য দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৬টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয় এরপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৮টায়। জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যলয় চত্বরে জাতীয় সংগীতের তালে তালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, আনসার, ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

সকাল সাড়ে ১১টায় শহীদ মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া সুবিধাবঞ্চিত সময়সূচিতে হাসপাতাল, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে-কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। মহান ইিজয় দিবস উপলক্ষে জীবননগর উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী (চক্র, কুটির ও হস্তশিল্প) বিজয় মেলার আয়োজন করা হয়েছে, যা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।

দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি বিনোদন কেন্দ্রসমূহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকেলে প্রীতি ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষন করা হয়।

মহান বিজয় দিবসকে ঘিরে জীবননগর উপজেলায় সর্বত্র দেখা গেছে দেশপ্রেম ও আনন্দঘন পরিবেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়