শিরোনাম
◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প মোকাবিলায় জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৮ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ পাঁচ দিনেও ফেরত নয়

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তের যুবক শহিদুল ইসলামের লাশ পাঁচ দিনেও দেশে ফেরত আসেনি। এতে শোকে-পীড়ায় দিশেহারা হয়ে পড়েছেন তাঁর স্বজনেরা।

নিহত শহিদুল ইসলামের বাড়িতে গিয়ে মঙ্গলবার দেখা যায়—স্ত্রী নাসরিন আক্তার কান্নায় কথা বলতে পারছেন না। স্বামীকে হারানোর শোকে তাঁর চোখের পানি শুকিয়ে গেছে। পরিবারের লোকজনও সীমান্তের দিকে তাকিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে প্রিয়জনের লাশ তাঁরা শেষবারের মতো দেখতে পারবেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, লাশ ফেরত আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তবে বিএসএফ এখনো স্পষ্ট করে জানায়নি কখন লাশ হস্তান্তর করা হবে।

ঘটনার বিবরণ

গত শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে মাধবখালী সীমান্তে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (৩৭) নিহত হন। তিনি জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের নস্কর আলীর ছেলে ও দুই সন্তানের জনক।

নিহতের পরিবার দাবি করেছে—সেদিন বিকেলে শহিদুল গরুর জন্য ঘাস কাটতে দোয়ালের মাঠ এলাকায় গেলে বিএসএফ সদস্যরা কাছ থেকে গুলি চালায়। ভারতের পরিচিতজনদের মাধ্যমেই পরিবারটি জানতে পারে ঘটনাস্থলেই শহিদুল মারা যান।

অন্যদিকে বিএসএফ প্রথমে তাঁকে আহত দাবি করলেও পরে রাত ৮টার দিকে বিজিবিকে জানায় যে শহিদুল মারা গেছেন। বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম পিএসসি বলেন, পশ্চিমবঙ্গের নদীয়ার কৃষ্ণগঞ্জ থানা হেফাজতে লাশটি রাখা হয় এবং পরদিন কৃষ্ণনগর জেলা হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করে হিমঘরে সংরক্ষণ করা হয়েছে।

স্থানীয়দের বক্তব্য

স্থানীয় সূত্র জানায়, শহিদুলসহ ৬–৭ জন সীমান্ত পিলার ৭০–এর কাছাকাছি ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে মাটিয়ারী বিএসএফ ক্যাম্পের টহল দলের চ্যালেঞ্জের মুখে পড়ে। এসময় শহিদুলের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে বিএসএফ গুলি ছোড়ে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে ভারতীয় সূত্র জানিয়েছে।

পাঁচ দিন ধরে লাশ ফেরত না পেয়ে নিহতের পরিবার আর্তনাদে ভেঙে পড়েছে। তারা দ্রুত লাশ ফেরত পাওয়ার জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়