জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পণ্যে সঠিক মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে আউটলুকে সতর্কতামূলকভাবে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দোকানে সঠিক মূল তালিকা বিহীন পণ্য রাখার প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়। পাশাপাশি সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠান টিতে চলমান ৭০% ডিস্কাউন্টের সঠিক ব্যাখ্যা প্রদানের জন্য আউটলুক কর্তৃপক্ষকে জেলা অফিসে তলব করা হয়েছে।
সহকারী পরিচালক নুর হোসেন জানান, তারা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষ যেন প্রতারিত না হয়, তাই শপিংমলের মালিকদের সচেতন থাকতে অনুরোধ জানানো হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য পরবর্তী সময়ে বাজারগুলোতেও একই ধরনের অভিযান পরিচালনা করা হবে।
ভবিষ্যতে পুনরায় এ ধরনের অপরাধে জড়িত হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।