শিরোনাম
◈ ১৩ নভেম্বর কী হতে যাচ্ছে? ককটেল বিস্ফোরণ, আগুন, আর স্বনিরাপত্তায় ব্যস্ত নগরবাসী ◈ গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি: তারেক রহমান (ভিডিও) ◈ চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল: ৩০ বছরের অপারেশন এপি মুলারের হাতে, বিনিয়োগ হবে ৫৫০ মিলিয়ন ডলার ◈ ইসি’র নতুন নির্দেশনা: প্রবাসীদের ভোটার নিবন্ধনে যা যা লাগবে ◈ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, সাতজন আটক (ভিডিও) ◈ মিয়ানমারের সহিংসতায় নতুন ঢল, ১০ মাসে দেশে ঢুকেছে ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা ◈ “গুজবে কান দেবেন না’—লকডাউন ঘিরে নাগরিকদের আশ্বস্ত করলেন ডিবি প্রধান ◈ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ ◈ কার্গো ভিলেজে এখনো ধ্বংসস্তূপ: তিন সপ্তাহ পরও সমন্বয়হীনতা তিন সংস্থার মধ্যে ◈ মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৭:০৪ বিকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় হতুড়ি দিয়ে স্ত্রী হত্যার দেড়মাস পর প্রাণ দিল স্বামী

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় হাতুড়ি পিটিয়ে স্ত্রীকে হত্যার দেড়মাস পর বিষপানে আত্মহত্যা করেছে স্বামী রাজু মাতুব্বর (২৮)। 

বুধবার (১২ নভেম্বর) দুপুরে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন পুলিশ। 

এর আগে পারিবারিক কলহের জেরে গত ২৭ সেপ্টেম্বর গভীর রাতে স্ত্রী নাদিরা আক্তারকে (২৩) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে রাজু। নিহত রাজু মাতুব্বর সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রামের মৃত জয়নাল মাতুব্বরের ছেলে।

জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে গত ২৭ সেপ্টেম্বর গভীর রাতে রাজু মাতুব্বর তার স্ত্রী নাদিরা আক্তারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন। পরবর্তীতে রাজুকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন নাদিরার পরিবার। ওই মামলায় গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান রাজু। গত সোমবার (১০ নভেম্বর) রাতে গোপনে রাজু তার মায়ের সাথে দেখা করতে বাড়িতে আসে। বাড়িতে আসার পর নিজের স্ত্রীকে হত্যার অপরাধবোধ ও হতাশা থেকে মঙ্গলবার সকালে নিজ বাড়িতেই কীটনাশক পান করেন তিনি। 

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে বাড়ি চলে আসেন রাজু। কিন্তু বুধবার ভোরে নিজ বাড়িতে তার মৃত্যু হয় বলে জানান রাজুর পরিবার। নিহত রাজুর মা জাকিরন বেগম জানান, স্ত্রীকে হত্যার পর রাজু মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল রাজু ৷ সেই শোকে তিনি বিষপান করে আত্মহত্যা করেছে৷ 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, স্ত্রী হত্যার দেড়মাস পর স্বামী রাজু মাতুব্বর বিষপান করে আত্মহত্যা করে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়