শিরোনাম
◈ ১৩ নভেম্বর কী হতে যাচ্ছে? ককটেল বিস্ফোরণ, আগুন, আর স্বনিরাপত্তায় ব্যস্ত নগরবাসী ◈ গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি: তারেক রহমান (ভিডিও) ◈ চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল: ৩০ বছরের অপারেশন এপি মুলারের হাতে, বিনিয়োগ হবে ৫৫০ মিলিয়ন ডলার ◈ ইসি’র নতুন নির্দেশনা: প্রবাসীদের ভোটার নিবন্ধনে যা যা লাগবে ◈ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, সাতজন আটক (ভিডিও) ◈ মিয়ানমারের সহিংসতায় নতুন ঢল, ১০ মাসে দেশে ঢুকেছে ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা ◈ “গুজবে কান দেবেন না’—লকডাউন ঘিরে নাগরিকদের আশ্বস্ত করলেন ডিবি প্রধান ◈ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ ◈ কার্গো ভিলেজে এখনো ধ্বংসস্তূপ: তিন সপ্তাহ পরও সমন্বয়হীনতা তিন সংস্থার মধ্যে ◈ মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৬:৫৭ বিকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী সর‌লে এক নববধুর রহস্যজনক মৃত্যু

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতি‌নি‌ধি: চট্টগ্রা‌মের বাঁশখালী সর‌ল ইউ‌নিয়‌নের মিনজী‌রিতলা এলাকায় জান্নাতুল ফেরদৌস (২০) না‌মে এক নববধুর রহস‌্যজনক মৃত‌্যু হয়ে‌ছে। বুৃধবার (১৩ ন‌ভেম্বর) দুপু‌রে মৃত‌্যুবরণ কা‌রি নববধুর লাশ এ রি‌পোর্ট লেখা পর্যন্ত পু‌লিশ উদ্ধার ক‌রে পোষ্ট মার্ডা‌মে প্রেরন ক‌রে‌ছে ব‌লে জানা যায় ।

থানা পু‌লিশ ও নিহত নববধুর প‌রিবার সু‌ত্রে জানা যায়, বিগত ২৩ অ‌ক্টোবর এস.কে‌.বি ক‌মিউ‌নি‌টি সেন্টা‌রে সরল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পাইরাং এর ফ‌রেস্ট অ‌ফিস এলাকার  মুজিবুল হক ও মোব্বাশ সেরা বেগ‌মের কন‌্যা জান্নাতুল ফেরদৌস (২০) এর সা‌থে সর‌লের একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মিনজী‌রিতলা পরানী বর বাড়ির মোস্তাক আহমেদ ও রা‌বেয়া বেগ‌মের এর ছেলে মোঃ শাহাব উ‌দ্দি‌নের সাথে বিয়ে হয় । বি‌য়ের সময় মে‌য়ের প‌রিবা‌রের পক্ষ থে‌কে ৪ শত বরযাত্রীর খাবার এবং ৫ রক‌মের ফা‌র্নিচার দেওয়া হ‌লে ও তাতে বর প‌ক্ষের লোকজন খু‌শি হয়‌নি ব‌লে অ‌ভি‌যোগ মে‌য়ের প‌রিবা‌র ও স্বজ‌নদের । তা নি‌য়ে বিয়ের প্রায় সময় মে‌য়ে নানা ভা‌বে অপমা‌নিত সহ বুধবার বা‌লিশ চাপা দি‌য়ে হত‌্যা ক‌রে‌ছে ব‌লে অভি‌যোগ ক‌রেন মে‌য়ের মামা প্রবাসী কামাল উ‌দ্দিন । সে আ‌রো ব‌লেন, আমার ভা‌গিনী‌কে গলা‌টি‌পে, বা‌লিশ চাপা দি‌য়ে হত‌্যা ক‌রে গলায় ফাঁস দি‌য়ে আত্নহত‌্যা ক‌রে‌ছে ব‌লে চা‌লি‌য়ে দি‌চ্ছে আমরা এ খু‌নের বিচার দাবী কর‌ছি । বৈলছ‌ড়ি ইউ‌নিয়‌নের সা‌বেক চেয়ারম‌্যান মোঃ ইব্রা‌হিম খ‌লিল ব‌লেন, মে‌য়ের প‌রিবার আ‌মি বা‌ড়ি সংলগ্ন এলাকার। ‌ছে‌লের প‌রিবা‌রের লোকজন মে‌য়ে‌টি‌কে মে‌রে আত্নহত‌্যা ক‌রে‌ছে ব‌লে প্রচার কর‌ছে ব‌লে তি‌নি স্থানীয় সংবাদকর্মী‌দের জানান। এ‌দি‌কে স্বামী মোঃ শাহাব উ‌দ্দি‌ন ও পবিবা‌রের লোকজ‌নের সা‌থে এ বিষ‌য়ে কথা ব‌লার চেষ্টা করা হ‌লে ও স্বশরী‌লে কিংবা মোবাইল বন্ধ থ‌াকায় কোন ধর‌নের বক্তব‌্য নেওযা সম্ভব হয়‌নি ।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ব‌লেন, সর‌লের গৃহবধুর মুত‌্যুর খবর পে‌য়ে বুধবার বিকা‌লে সা‌ড়ে তিনটার দি‌কে লাশ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন‌্য পোষ্ট মার্ডা‌মে প্রেরন করা হ‌য়ে‌ছে। প্রাথ‌মিক ভা‌বে আত্নহত‌্যা হ‌বে ধারনা করা হ‌চ্ছে । পোষ্ট‌ মার্ডাম রি‌পোর্ট এ‌লে মৃত‌্যুর প্রকৃত কারন জানা যা‌বে ব‌লে তি‌নি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়