শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে নবীজিকে কটূক্তি নিয়ে উত্তেজনা, যৌথ অভিযানে যুবক আটক

মিজান লিটনঃ চাঁদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার (৩ নভেম্বর) রাত ১১ টার সময় চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে উত্তেজিত জনতা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করে।

একপর্যায়ে যৌথ বাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত যুবক জয় বর্মনকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে ইসকন অনুসারী অনিক নামের এক যুবক নবীজিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। পরবর্তীতে তার বন্ধু জয় বর্মনও একই ধরনের মন্তব্য করলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

ঘটনার সময় জয় বর্মন পুরান বাজার এলাকার একটি মন্দিরে অবস্থান করছিলেন। তাকে আটক করতে স্থানীয়রা সেখানে জড়ো হলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া অসুস্থ হয়ে পড়েন এবং পরে তাকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

রিপোর্ট লেখা পর্যন্ত পুরান বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।

এ ঘটনায় চাঁদপুর জেলা পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়