মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে গত অক্টোবর নিহত হন আবুল কালাম আজাদের (৩৫)। এরপর ভাইরাল এক পোস্টে দাবি করা হয়েছে, নিহত আবুল কালামের ব্যাংক হিসাবের ‘নমিনি’ তার বোন। এতে তার স্ত্রী বঞ্চিত হয়েছেন।
তবে এ দাবি ভিত্তিহীন বলে জানিয়েছেন কালামের স্ত্রী, বোন ও পরিবারের সদস্যরা।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কালামের স্ত্রী আইরিন দেশের একটি গনমাধ্যমকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য নিয়ে আমার সঙ্গে কেউ কোনো কথা বলেননি।
আইরিন জানান, স্বামীর মৃত্যুর পর তার ব্যবহার করা ফোন, পাসপোর্ট ও মানিব্যাগ পুলিশের জিম্মায় ছিল এবং পরবর্তীতে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
আইরিন জানান, কালামের তিনটি ব্যাংক হিসাব ছিল। তবে সেখানে কত টাকা রয়েছে বা কে নমিনি, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
আইরিনের খালাতো ভাই আরিফ হোসেন বলেন, আমরা কাউকে বলিনি যে কালামের নমিনি তার বোনেরা। এটি পুরোপুরি ভুল তথ্য, যা বিভিন্ন ফেসবুক পেজে ঘুরছে। এতে আমরা বিব্রত।
নিহতের ছোট বোন লাইজু আক্তারও বিষয়টি পরিষ্কার করে বলেন, ভাই বিয়ের আগে যেসব অ্যাকাউন্ট খুলেছিল, সেগুলোতে হয়তো আমাদের নাম ছিল। কিন্তু বিয়ের পর আমরাই নমিনি পরিবর্তন করেছি। এখন তার জমি ও ব্যাংক হিসাবের নমিনি তার স্ত্রী।
লাইজু আরও জানান, এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যগুলো ভুল ও বিভ্রান্তিকর।
পারিবারিক সূত্রে জানা যায়, শৈশবে মা–বাবাকে হারানো আবুল কালাম চার ভাই ও ছয় বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন। ২০১২ সালে তিনি মালয়েশিয়া যান এবং ২০১৮ সালে আইরিনকে বিয়ে করেন। তাদের ছয় বছর বয়সী ছেলে ও চার বছরের এক মেয়ে রয়েছে। উৎস: নিউজ24