ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের সুন্দরপুর গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। পানিতে ডুবে প্রাণ হারিয়েছে মাত্র দুই বছর তিন মাস বয়সী এক নিষ্পাপ শিশুকন্যা স্নিগ্ধা।
রবিবার (২৬অক্টোবর) আসরের নামাজের পর বিকেল সাড়ে ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত স্নিগ্ধা সুন্দরপুর গ্রামের মোঃ শামীম হোসেন ও গৃহবধূ সুমাইয়া খাতুনের একমাত্র সন্তান।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন শিশুর মা ফ্রিজে রাখা দুধ গলানোর জন্য বাড়ির ভেতর কলের পাশে একটি বালতিতে পানি দেন। খেলার ছলে স্নিগ্ধা ওই বালতির পাশে গিয়ে অসাবধানতাবশত মুখসহ বালতির ভেতরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির পা উপরে ভেসে থাকতে দেখে মা ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন এবং দ্রুত স্থানীয় ভোলাডাঙ্গা বাজারের চিকিৎসক অশোক ডাক্তারের কাছে নিয়ে যান। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।এই মৃত্যুর খবরে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো গ্রাম। শিশুটির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। প্রতিবেশী ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
বাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু বলেন,এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। একটি নিষ্পাপ শিশুকে এভাবে হারানো কোনো পরিবারের পক্ষে সহ্য করা সম্ভব নয়। আমরা পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানাই এবং সবাইকে অনুরোধ করছি শিশুদের আশপাশের পরিবেশ নিরাপদ রাখতে, যেন এমন দুর্ঘটনা আর কোনো পরিবারে না ঘটে।স্থানীয়দের ভাষায়, স্নিগ্ধার অকাল মৃত্যুতে সুন্দরপুর গ্রাম নিস্তব্ধ ও শোকাহত। শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার মা-বাবা ও পরিবার।
মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন,ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা বিষয়টি জেনেছি এবং পরিবারকে আমাদের পক্ষ থেকে সহানুভূতি ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।