শিরোনাম
◈ গাজা থেকে সিরিয়া, ইসরায়েলের নানা তৎপরতায় বাড়ছে উত্তেজনা ◈ বি‌শ্বের সব‌চে‌য়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান,  ৯২ বছরের পল বিয়া আবারও ক্যামেরুনের প্রেসিডেন্ট ◈ আল ই‌তিহা‌দের কা‌ছে হে‌রে  কিংস কাপ থে‌কে রোনাল‌দোর আল নাসরের বিদায় ◈ টি-‌টো‌য়ে‌ন্টি ক্রিকেট, পা‌কিস্তান‌কে ৫৫ রা‌নে হারা‌লো দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ◈ বিভিন্ন চাপে নির্বাচন কমিশন, সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় ◈ তুরস্কের ১৫২ রেফারি জুয়ার সঙ্গে জড়িত  ◈ ২০২৬ সা‌লের  বিশ্বকাপে খেলবেন লিও‌নেল মেসি! ◈ একসময় জাতির গর্ব, এখন বিতর্কের কেন্দ্রবিন্দু: রাজনীতির খেলায় নিজের ক্যারিয়ার শেষ করলেন সাকিব আল হাসান ◈ যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের সবচেয়ে বড় হামলা, নিহত অন্তত ২০ ফিলিস্তিনি ◈ অনুমতি ছাড়াই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার ক্ষমতা পাচ্ছে দুদক

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ০৮:২৭ রাত
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহেশপুরে বালতির পানিতে ডুবে দুই বছরের শিশু স্নিগ্ধা'র মৃত্যু

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের সুন্দরপুর গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। পানিতে ডুবে প্রাণ হারিয়েছে মাত্র দুই বছর তিন মাস বয়সী এক নিষ্পাপ শিশুকন্যা স্নিগ্ধা। 

রবিবার (২৬অক্টোবর) আসরের নামাজের পর বিকেল সাড়ে ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত স্নিগ্ধা সুন্দরপুর গ্রামের মোঃ শামীম হোসেন ও গৃহবধূ সুমাইয়া খাতুনের একমাত্র সন্তান।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন শিশুর মা ফ্রিজে রাখা দুধ গলানোর জন্য বাড়ির ভেতর কলের পাশে একটি বালতিতে পানি দেন। খেলার ছলে স্নিগ্ধা ওই বালতির পাশে গিয়ে অসাবধানতাবশত মুখসহ বালতির ভেতরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির পা উপরে ভেসে থাকতে দেখে মা ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন এবং দ্রুত স্থানীয় ভোলাডাঙ্গা বাজারের চিকিৎসক অশোক ডাক্তারের কাছে নিয়ে যান। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।এই মৃত্যুর খবরে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো গ্রাম। শিশুটির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। প্রতিবেশী ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

বাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু বলেন,এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। একটি নিষ্পাপ শিশুকে এভাবে হারানো কোনো পরিবারের পক্ষে সহ্য করা সম্ভব নয়। আমরা পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানাই এবং সবাইকে অনুরোধ করছি শিশুদের আশপাশের পরিবেশ নিরাপদ রাখতে, যেন এমন দুর্ঘটনা আর কোনো পরিবারে না ঘটে।স্থানীয়দের ভাষায়, স্নিগ্ধার অকাল মৃত্যুতে সুন্দরপুর গ্রাম নিস্তব্ধ ও শোকাহত। শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার মা-বাবা ও পরিবার।

মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন,ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা বিষয়টি জেনেছি এবং পরিবারকে আমাদের পক্ষ থেকে সহানুভূতি ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়