শিরোনাম
◈ বিভিন্ন চাপে নির্বাচন কমিশন, সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় ◈ তুরস্কের ১৫২ রেফারি জুয়ার সঙ্গে জড়িত  ◈ ২০২৬ সা‌লের  বিশ্বকাপে খেলবেন লিও‌নেল মেসি! ◈ যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের সবচেয়ে বড় হামলা, নিহত অন্তত ২০ ফিলিস্তিনি ◈ অনুমতি ছাড়াই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার ক্ষমতা পাচ্ছে দুদক ◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ০৭:১৯ বিকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ হেফাজত হতে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া পলাতক আসামী মোহাম্মদ মাহবুব আলম’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭

চট্টগ্রাম মহানগরীর ডবলমুড়িং থানা পুলিশ হেফাজত হতে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া পলাতক আসামী মোহাম্মদ মাহবুব আলম’কে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার মামলার ১৪, তারিখ ২০ নভেম্বর ২০২৪ইং ধারা - ১৪৩ /১৪৮ /১৪৭/ ১৪৯ /১০৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫৬০ পেনাল কোড ১৮৬০ মামলায় পুলিশ হেফাজত হতে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া পলাতক আসামী মোহাম্মদ মাহবুব আলম চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৬ অক্টোবর ২০২৫ইং তারিখ আনুমানিক ০৪৪৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন ফয়জুল্লা বলির বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ মাহবুব আলম (৪৩), পিতা-মোঃ ফজল করিম,সাং-কাপুড়িয়া, থানা-ডাবলমুরিং, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী মোঃ মাহবুব আলম এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায়  নাশকতা এবং মাদক সংক্রান্তে ০৬টি মামলার তথ্য পাওয়া যায়

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়