জহিরুল ইসলাম শিবলু ,লক্ষ্মীপুর প্রতিনিধি: দেশজুড়ে নতুন করে ফুটবল উম্মাদনা ছড়িয়ে দিতে চলছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫। ‘তারুণ্যের উৎসব’-এর অংশ হিসেবে এ আসরে অংশ নিয়েছে ৬৪টি জেলা। তারই ধারাবাহিকতায় বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে খেলাটির উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি রাজীব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমী পিপিএম-সেবা, বাফুফের সহ-সভাপতি ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, সহ-সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক সোহেল আদনান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সাধারণ সম্পাদক আবদুর রব শামীম, ক্রীড়া সংগঠক হুমায়ুন কবির জুয়েল, ক্রীড়া সংস্থার সদস্য জয়নাল আবেদীন ফিরোজ, শাহেদুর রহমান রাফি সহআরও অনেকে।
বক্তারা বলেন, মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলার কোন বিকল্প নেই। খেলাধুলাই পারে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে। সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। তাছাড়া আজকের আয়োজন জেলার ক্রীড়াঙ্গনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যৌথ আয়োজন উদ্বোধনী ম্যাচে অংশ নেয় লক্ষ্মীপুর জেলা ফুটবল একাদশ বনাম রাঙ্গামাটি জেলা ফুটবল একাদশ। দুই জেলার ফুটবলপ্রেমী হাজারো দর্শকের উপস্থিতি মাঠে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে, যা খেলোয়াড়দের খেলায় বাড়তি উদ্দীপনা জোগায়।