শিরোনাম
◈ জাকসুর আরেক নির্বাচন কমিশনার অধ্যাপক স্নিগ্ধার পদত্যাগ ◈ হোটেল রুমে গোপন ক্যামেরা শনাক্তের ৬ কার্যকর উপায় ◈ জাকসুর ভোট গণনা শেষ, অপেক্ষা ফলের ◈ আ. লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ নয় : ফাওজুল কবির ◈ নির্বাচনে কারচুপি প্রমাণিত হলে চাকরি ছেড়ে দেব : জাকসুর সিইসি ◈ টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ◈ জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব বিপুল ভোটে পাস, বিপক্ষে ভোট দিল যারা ◈ ভোট চুরি চলতে থাকলে ভারতেও নেপাল–বাংলাদেশের মতো গণবিক্ষোভ ঘটতে পারে: অখিলেশ যাদব ◈ আগামী জাতীয় নির্বাচনে দেশি-বিদেশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে: লন্ডনে তথ্য উপদেষ্টা ◈ যশোর সীমান্তে স্বর্ণপাচার বেড়েছে, আট মাসে উদ্ধার ২৬ কোটি টাকার স্বর্ণবার

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৪ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইন জুয়ায় ঋণগ্রস্ত তরুণের আত্মহত্যা

রংপুরের কাউনিয়া উপজেলায় অনলাইন জুয়ায় সব টাকা পয়সা খুইয়ে কীটনাশক পানে আত্মহত্যা করেছে আসিফ আলী (২০) নামে এক তরুণ। দীর্ঘদিন অনলাইন জুয়ায় আসক্ত ওই তরুণ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানিয়েছে তার পরিবার। 

সর্বশেষ শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আসিফ আলী উপজেলার গের্দ্দ বালাপাড়া শান্ত বাজার এলাকার বাসিন্দা জাহিদুল ইসলামের ছেলে।

পরিবারের বরাতে পুলিশ জানায়, আসিফ গোপনে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন। সে ধার-দেনা করে জুয়া খেলে আসছিল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঋণ পরিশোধের জন্য তার বাবার কাছ থেকে সাড়ে ১৬ হাজার টাকা নিলেও সেই টাকা দিয়ে ঋণ পরিশোধ না করে আবারও জুয়া খেলতে শুরু করে।

অর্থ হারিয়ে দিশেহারা আসিফ সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাঞ্চরভাঙ্গা এলাকায় তিস্তা নদীর তীরবর্তী স্থানে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, অবস্থা অবনতি হলে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসিফের মৃত্যু হয়।

কাউনিয়া থানার এসআই ব্রজ গোপাল কর্মকার জানান, নিহতের পিতার আবেদনের ভিত্তিতে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়