হাবিবুর রহমান সোহেল, কক্সবাজার: প্রথমবারের মতো নেওয়া জলবায়ু উদ্বাস্তুদের সবচেয়ে বড় আবাসন প্রকল্পে প্রকৃত উদ্বাস্তুদের তালিকা করতে গিয়ে বাঁধার মুখে পড়েছে জেলা প্রশাসনের একটি দল। বৃহস্পতিবার সকাল ১০টায় কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ায় কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন চৌধুরীর নেতৃত্বে এ তালিকা করতে যাওয়া হয়।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ নিজাম উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সমিতি পাড়ার কিছু লোকজন বাসস্থানের সমস্যার কথা বলতে কয়েকদিন আগে আমাদের কাছে এসেছিলেন। তাদের দাবি ছিল, তারা প্রকৃত উদ্বাস্তু তাই দ্রুত সময়ের মধ্যে যেন তাদরকে পার্শ্ববর্তী খুরুশকুল এলাকায় গড়ে উঠা সরকারি আবাসন প্রকল্পে যেন ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়।
তিনি আরও বলেন, ফ্ল্যাট বরাদ্দ দিতে গেলে সরকারি কিছু নিয়ম রয়েছে, তার একটি হচ্ছে আগে তালিকা তৈরি করতে হবে। তারই প্রেক্ষিতে আজকে প্রশাসনের একটি দল তালিকা করতে সমিতি পাড়ায় গেলে স্থানীয় লোকজন তাদেরকে বাঁধা দেয়। স্থানীয়দের দাবি, সমিতি পাড়ার বাসিন্দাদের উচ্ছেদ করার জন্য তালিকাটি করা হচ্ছে তাই এলাকার বাসিন্দারা বাঁধা দিচ্ছেন। সকাল থেকে সমিতি পাড়ার বাসিন্দারা রাস্তায় বিক্ষোভ করে এর প্রতিবাদ জানাচ্ছেন।