শিরোনাম

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১০ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় নির্বাচন নিয়ে ফ্যাসিবাদী শক্তি ও একাত্তরের পরাজিত শক্তি ষড়যন্ত্র করছে : আযম খান

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশের ভেতরে এবং দেশের বাহিরে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র করছে পলায়নরত ফ্যাসিবাদী শক্তি ও একাত্তরের ওই পরাজিত শক্তি। ১৭ বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এই লক্ষ্মীপুরের ৫৬ জন নেতা গুম খুনের শিকার হয়েছে। ৫৬ টি পরিবার যারা গুম হয়ে গেছে আজ পর্যন্ত তারা আশায় রয়েছে তাদের সন্তান, স্বামী, পিতা, ভাই কবে ফিরে আসবে।

ফিরে আসছে না। যুগ পার হয়ে যাচ্ছে ফিরে আসছে না। কবে এই গুম খুনের বিচার হবে, আমরা নুন্যতম বিচারটি দেখে যাবো। যারা নিজেদেরকে আত্মহুতি দিয়েছেন গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, আমাদের দল বিএনপি সরকার গঠন করবে। ওই ৫৬টি পরিবারের মুখে হাসি ফুটাবে। তারা এই বিএনপির দিকে তাকিয়ে আছে। সেজন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ওই যড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়  মাঠে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা বিএনপি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, গভীর ষড়যন্ত্র চলছে, গণতন্ত্র প্রতিষ্ঠা যাতে না হয়, জনগণের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত না হয়। নির্বাচিত সরকার যাতে না আসতে পারে, সেজন্য কঠিন ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করবার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কালকে এক দলের এক নেতা বললেন আমরা পিআর তো বুঝি, আমরা আগে ব্যক্তিকে ভোট দিতাম, এখন দলকে ভোট দেবো।

ওই নেতা জাতীয় ঐক্যমত কমিশনে বলে আসছেন নিম্ন কক্ষে পিআরের প্রয়োজন নেই, উচ্চকক্ষে পিআর দেওয়ার জন্য। এখন বলেন পিআর তো সোজা আগে নেতাকে ভোট দিতাম এখন দলকে ভোট দেবো। এক মুখে কয় কথা। আবার ওই নেতার দল ৩০০ আসনে নমিনেশন দিয়েছেন, নমিনেশন দিলেন কেন? জনগণের সঙ্গে প্রতারণা করতে কি আপনাদের ভালো লাগে? আমরাতো দেখেছি ৭১ এ জনগণের সঙ্গে বেঈমানী করেছেন, প্রতারণা করেছিলেন, আমরা আপনাদের চিনি।

স্পষ্ট বলতে চাই পিআর চান, এই চন্দ্রগঞ্জের মানুষ এ্যানি চৌধুরীকে ভোট দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। এখন পিআর যদি হয় তাহলে এ্যানি চৌধুরী কি এখানে প্রার্থী থাকবে না। এ্যানি চৌধুরীকে এই চন্দ্রগঞ্জে দেবে নাকি ভালাগঞ্জে দেবে, এটাতো আমরা জানি না। অতএব আমাদের সন্তানকে আমাদের নেতাকে আমাদের এলাকায় এমপি হিসেবে চাই। অতএব ওই কাল্পনিক পিআরের চিন্তা ভুলে যান। 
‎অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেন (ভিপি)র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ভিপি হারুন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সিনিয়র যুগ্ম-আহবায়ক এডভোকেট মো. হাছিবুর রহমান, এডভোকেট হাফিজুর রহমান, বাফুবের সহ-সভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়