শিরোনাম
◈ বাগেরহাটে জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট এখন ‘ভূতের বাড়ি’ ◈ নির্বাচনকে ঘিরে ধোঁয়াশা সৃষ্টি করছে কয়েকটি পক্ষ: সালাহউদ্দিন আহমেদ ◈ মুরগির মাংস-ডিমে সিসা-ক্রোমিয়ামসহ ভারী ধাতুর উপস্থিতি: বিএফএসএ গবেষণা ◈ কাকরাইলে জাপা ও গণঅধিকার নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ◈ বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি ◈ ডলারের বিপরীতে টাকার মান কমেছে বেশি: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে সরতেই হচ্ছে পেতংতার্নকে: আদালতের রায় ◈ দুই দশক পর আগামী বছর অস্ট্রেলিয়ায় টেস্ট ‌সি‌রিজ খেলবে বাংলাদেশ! ◈ এক সপ্তাহে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু ◈ ‘বাংলাদেশ গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার দিকে হাঁটছে’

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৫, ০৩:১০ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নেতা খবির হত্যা: প্রধান আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিএনপি নেতা খবির সরদার হত্যা মামলার অন্যতম আসামি আলমাস সরদারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমর উদ্দিন মাদবর কান্দির জব্বর মাস্টারের পরিত্যক্ত ভিটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে উমর উদ্দিন মাদবর কান্দি জামে মসজিদের সামনে বিএনপি নেতা খবির সরদারকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠে আলমাস সরদার ও তার অনুসারীদের বিরুদ্ধে। নিহত খবির সরদার জাজিরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং কৃষক দলের সাবেক সভাপতি ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবার আলমাছ সরদারসহ ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে জাজিরা থানায় মামলা করেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উমর উদ্দিন মাদবরকান্দি গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা কৌতুহল বসত মাটি খুঁড়ে বস্তাবন্দি মরদেহ দেখতে পান। খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় নিহত আলমাস সরদারের স্বজনরা তার মরদেহ শনাক্ত করে। মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম জানান, খবির সরদার হত্যা মামলার অন্যতম আসামি আলমাছ সরদারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, মাত্র একদিনের ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।  উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়