শিরোনাম
◈ বেসরকারি খাতে যাচ্ছে 'নগদ', খোঁজা হচ্ছে বিনিয়োগকারী: গভর্নর ◈ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত ◈ মোদি ‘অত্যন্ত ভয়ংকর ব্যক্তি’, ক্ষোভ ট্রাম্পের ◈ বৃহস্পতিবার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ◈ মিরপুর-১০ এর মেট্রোরেল স্টেশনে চীনা নাগরিকের মানিব্যাগ চুরি, অতঃপর... ◈ ফ্রান্সসহ আরও ৪ দেশে এনআইডি কার্যক্রমের অনুমতি পেলো ইসি ◈ ‘প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবিতে ন্যায্য সমাধানের আশ্বাস’ ◈ চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানিমূলক কার্যক্রমের চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নিতে নির্দেশ তিন উপদেষ্টার ◈ ফিফার নিষেধাজ্ঞার মুখে ভারতীয় ফুটবল ◈ ১৭ বছ‌রের বাল‌ককে দ‌লে নি‌য়ে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে নেদারল্যান্ডস 

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৫, ১১:৫৯ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড্রেনে গ্যাস জমে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল আশপাশের এলাকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রেনে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে প্রায় ৩০০ মিটার এলাকা কেঁপে ওঠে। ড্রেনের ৫ ইঞ্চি স্ল্যাবগুলো উল্টে গেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সিআই খোলার বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নূর ইসলাম (৫০)। এ ছাড়া আরও দুই নারী আহত হয়েছেন, যাদের নাম এখনো জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় বাজারে লোকজন কম থাকার কারণে ক্ষতি কম হয়েছে। বিস্ফোরণের কারণে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে ছুটে বাসাবাড়ি থেকে বের হয়ে আসে।

স্থানীয় ব্যবসায়ী আবুল কাসেম বলেন, আমার দোকানে দুই ক্রেতাসহ বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দে ড্রেনের স্ল্যাবগুলো প্রায় তিন ফুট উঁচুতে উঠে যায়। আশপাশের বিল্ডিংগুলো কেঁপে উঠে, আমরা সবাই ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কনজারভেন্সি অফিসার বাবুল শ্যামল পাল বলেন, বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই দায়িত্বশীলরা ঘটনাস্থলে গেছেন। প্রত্যেক বছর টেন্ডারের মাধ্যমে ড্রেনগুলো পরিষ্কার করা হয়। এ বছর যথাযথভাবে পরিষ্কার না করায় এ ঘটনা ঘটতে পারে। আমরা শিগগিরই ব্যবস্থা নিচ্ছি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম বলেন, আমরা ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়