শিরোনাম
◈ ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে গুলি, ভিডিও ভাইরাল ◈ সাদাপাথর লুটপাটে ১৩৭ জন জড়িত: তদন্ত প্রতিবেদন ◈ ছে‌লে‌দের স‌ঙ্গে খে‌লে হার‌লো মে‌য়েরা ◈ বাংলাদেশের অনুরোধে দিল্লির প্রতিক্রিয়া—‘ভারতের ভূমি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহৃত হয় না’ ◈ আগস্টের পর থেকে মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশ পরিচালনা হচ্ছে: ফরহাদ মজহার ◈ নতুন অভিবাসন নীতি: আমেরিকা-বিরোধী মানসিকতা প্রমাণ হলে ভিসা বাতিল ◈ নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, সংঘর্ষ-সড়ক অবরোধ, আহত ৫ ◈ পাঁচ দিন সাগরে ভেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন জেলে মোরশেদ ◈ চরভদ্রাসনে পদ্মার ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং, মানুষের মাঝে স্বস্তি ◈ ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫, ০৪:৫৬ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামীর হাতে স্ত্রী খুন,বিষ পানে স্বামীর মৃত্যু

মো:আদনান হোসেন, ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাই উপজেলার কালামপুর খাঁ পাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে সাবেক স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। 

আজ বুধবার ২০ই আগস্ট,সকালে আনসার আলীর বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া সেলিনা আক্তার পিংকি কে ধারালো অস্ত্র দিয়ে বুকে,পিঠে ওপায়ে আঘাত করে হত্যা করেন তার  সাবেক স্বামী বদির শেখ। সে বাথুলী এলাকার ইনসান আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই তাদের দাম্পত্য কলহ চলছিল এই দম্পতির মধ্যে। এরই জেরে  চার মাস আগে তাদের মধ্যেও ডিভোর্স হয়। আজ সকালে সেলিনার ভারা বাসায় গিয়ে  ক্ষিপ্ত হয়ে সাবেক স্ত্রীর ওপর হামলা চালান। স্ত্রীকে হত্যা করার পর বদির শেখ নিজেই বিষ পান করে আত্মহত্যা চেষ্টা করেন। খবর পেয়ে দ্রুত ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক স্বামীকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত বদির শেখ ও নিহত সেলিনা আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান,প্রথমে স্ত্রীর পরবর্তীতে স্বামীর মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে  "ঘটনার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়