শিরোনাম
◈ গুলশানে চাদবাজিতে গ্রেফতারের আগে অপুর রেখে যাওয়া ভিডিও বার্তা ◈ পুলিশ ও উপদেষ্টার ভাইয়ের মামলা থেকে জামিনে মুক্তি পেলেন মুরাদনগর বিএনপির ১৩ নেতাকর্মী ◈ ‌নেপা‌লের বিরু‌দ্ধে দু‌টি প্রী‌তি ম‌্যাচে হামজা চৌধুরী‌কে নিয়ে বাংলাদেশের প্রাথমিক দল  ◈ সাদা পাথর লুটপাট বন্ধে প্রশাসনের পাঁচ দফা উদ্যোগ ◈ ‘বাকিতে খাবার না দেওয়ায়’ হোটেল মালিককে গুলি ◈ সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার, আইএসপিআরের সতর্কবার্তা ◈ বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নরের ব্যাংক হিসাব তলব ◈ প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল ◈ নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবেন না: অর্থ উপদেষ্টা ◈ জনগণই নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে : নিপুণ রায়

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৫, ০২:৪৪ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও নারী নির্যাতনের অভিযোগ

ইমরুল কায়েশ, যশোর: যশোর পৌর যুবদলের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি তারেক হোসেন চুন্নু ও নগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবের বিরুদ্ধে চাঁদা দাবি, হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

রোববার (১০ আগস্ট) দুপুরে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী এ অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, গত বছরের আগস্ট থেকে চুন্নু তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা না দেওয়ায় গত ৪ আগস্ট বিকেলে চুন্নু ও সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। তারা নগদ ৫০ হাজার টাকা, একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং নারীটিকে শ্লীলতাহানি করে। হামলাকারীরা তার সন্তানদেরও মারধর করে এবং ১১ মাস বয়সী শিশুর গলায় চাকু ধরে অবশিষ্ট টাকা দাবি করে।

স্থানীয়রা কয়েকজন হামলাকারীকে আটক করলেও পরে অন্যরা এসে তাদের ছাড়িয়ে নেয়। ঘটনার পর কোতোয়ালি থানায় অভিযোগ করলে প্রথমে পুলিশ নিতে চাইনি, পরে নিলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযুক্তদের দাবি, অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। ওই নারী ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকায় তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছিল।

যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, অভিযোগের সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, বিষয়টি তদন্তাধীন এবং প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়