শিরোনাম
◈ টিউলিপ কাগজে-কলমে এখনো বাংলাদেশি! : ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন ◈ কোনো ব্যক্তি বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ◈ উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো ৪৪ স্লুইসগেট ◈ অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি ধর্মভিত্তিক দল: রিজভী (ভিডিও) ◈ প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান, যান চলাচল বন্ধ ◈ বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা পাবেন, যে সুবিধা পাবেন ◈ নীতিগত ঘাটতিতে মধ্যপ্রাচ্যের বাজার হারাচ্ছে বাংলাদেশ, হালাল পণ্যে অদেখা ট্রিলিয়ন ডলারের সম্ভাবনা! ◈ 'দেশকে বিক্রি করে কিছু কইরেন না', উদ্যোক্তাদের জন্য আশিক চৌধুরীর তিন পরামর্শ (ভিডিও) ◈ তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে ‍যাবেন আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে উদ্বেগ রয়ে গেছে: মার্কিন প্রতিবেদন

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫, ০২:৫৭ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিতলমারীতে সিন্দুক কেটে ৩৪ ভরি স্বর্ণ চুরি: আওয়ামী লীগ নেতার ভাইপোসহ গ্রেফতার ৩, উদ্ধার স্বর্ণ ও ড্রিল মেশিন

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলবর্তী বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজারে সিন্দুক কেটে চুরি হওয়া ৩৪ ভরি স্বর্ণ উদ্ধারসহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খানের ভাইপো যুবলীগকর্মী এমাদুল খান (৩৮)সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৮ আগস্ট, ২০২৫) দুপুর ১২টায় থানা পুলিশ আড়ুয়াবর্নি গ্রামে এমাদুল খানের বাড়িতে অভিযান চালিয়ে ওই স্বর্ণ  এবং সিন্দুক কাটার ড্রিল মেশিন উদ্ধার করে। এমাদুল খান আড়ুয়াবর্ণি গ্রামের মঞ্জুরুল খানের ছেলে। এমাদুলকে জিঞ্জাসাবাদের প্রেক্ষিতে বাকী দুইজন গ্রেফতার হয়।  

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শাহাদাৎ হোসেন শুক্রবার বিকাল তিনটার দিকে সাংবাদিকদের জানান, গত ০৩ আগস্ট, ২০২৫ দিবাগত রাতে চিতলমারী সদর বাজারের কর্মকার পট্টীতে অবস্থিত সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত নিউ মন্ডল জুয়েলার্সের সিন্দুক কেটে ব্যাপক পরিমাণ স্বর্ণ চুরি হয়। এই বিষয়ে ঘটনাস্থলের আশেপাশের সকল সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশী তৎপরতা শুরু হয়।

এরই এক পর্যায়ে  শুক্রবার (০৮ আগস্ট, ২০২৫) দুপুর ১২টায় আড়ুয়াবর্নি গ্রামের মৃত মঞ্জুরুল খানের ছেলে এমাদুল খানের বাড়িতে অভিযান চালিয়ে তার আলমারীর ভিতর হতে ৩২ লাখ টাকা মূল্যের ২২ ভরি স্বর্ণ ও সিন্দুক কাটার ড্রিল মেশিন উদ্ধার করা হয়।

এরপর জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এমাদুলের চুরির সঙ্গী চরবানিয়ারী গ্রামের সন্তোষ বসুর ছেলে সজল (৩৮) ও শিবপুর গ্রামের সুর্য বসুর ছেলে শুভ্র বসুকে (২৫) গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে নিউ মন্ডল জুয়েলার্সের মালিক তাপস কুমার মন্ডল বাদী হয়ে ০৮ আগস্ট চিতলমারী থানায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ০৩। মামলা তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই দিবাকর মালাকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়