আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ছিনতাই সংক্রান্ত মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মনির হোসেন ওরফে মুন্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার বিকেলে নারায়নগঞ্জ আদমজী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মনির হোসেন মুন্না উপজেলার সান্তাহার পৌর এলাকার আমির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, আদমদীঘির সান্তাহার পৌর এলাকার আমির হোসেনের ছেলে মনির হোসেন ওরফে মুন্নার বিরুদ্ধে আদমদীঘি থানায় ২০১৭ সালের ছিনতাই সংক্রান্ত ১১ নম্বর জিআর একটি মামলা হয়। সেই মামলায় বগুড়া বিচার আদালতের বিচারক দ্রুত বিচার আইনের ৪ ধারামতে আসামী মনির হোসেন ওরফে মুন্নাকে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
সে দীর্ঘ দিন যাবত পলাতক ছিল। আদমদীঘি থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক ফেরদৌস আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার নারায়নগঞ্জ আদমজী এলাকার একটি বাসা থেকে পলাতক আসামী মনির হোসেন ওরফে মুন্নাকে গ্রেপ্তার করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামী মনির হোসেন মুন্নাকে গতকাল শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।