শিরোনাম
◈ গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নোয়াবের বিবৃতি প্রত্যাখ্যান করেছে সরকার ◈ ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার ◈ কালীগঞ্জে মোবাইলে ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী নিহত ◈ বোয়ালমারীতে দুইপক্ষের সংঘর্ষে আহত ২০ ◈ প্রশাসনে পদোন্নতির হিড়িক: তিন স্তরে বড় রদবদলের প্রস্তুতি ◈ জুলাই অভ্যুত্থান: রাজধানীর ৫০ থানায় কত মামলা ◈ ’৭১ এবং ’২৪-নিয়ে যে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম ◈ জনগণের রায়ের মাধ্যমে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়তে হবে: তারেক রহমান ◈ প্রবাসীদের ভোটার নিবন্ধনে অগ্রগতি: নয়টি দেশে কার্যক্রম চলমান, শীর্ষে আরব আমিরাত ◈ ট্রাম্পকে সামলাতে মোদিকে গোপনে পরামর্শ দেবেন নেতানিয়াহু

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৫, ০৮:৪৫ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবা‌দিক হত‌্যার প্রতিবা‌দে বাঁশখালী‌তে মানববন্ধন ও প্রতিবাদ সভা

কল‌্যাণ‌ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতি‌নি‌ধিঃ ঢাকার গাজীপু‌রে "প্রতি‌দি‌নের কাগজ"প‌ত্রিকার স্টাফ রি‌পোটার মো. আসাদুজ্জামান তুহিন সহ সারা‌দে‌শের সকল সাংবা‌দিক হত‌্যা, নির্যাত‌নের বিচার ও সুষ্ট তদন্ত দাবী করে চট্টগ্রা‌মের বাঁশখালী প্রেস ক্লাব ও কর্মরত সাংবা‌দিক‌দের পক্ষ থে‌কে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনু‌ষ্টিত হয় ।

শুক্রবার বিকা‌লে বাঁশখালী উপ‌জেলা প‌রিষদ গেই‌টে অনু‌ষ্টিত মানববন্ধ‌নে দৈ‌নিক পূর্ব‌কোণ প্রতি‌নি‌ধি  ও প্রেস ক্লাব সভাপ‌তি অনুপম কুমার দে অ‌ভি‌, দৈ‌নিক আজাদী ও দৈ‌নিক দেশ রুপান্তর প্রতি‌নি‌ধি কল‌্যাণ বড়ুয়া, দৈ‌নিক যুগান্তর প্রতি‌নি‌ধি আবু ব্ক্কর বাবুল, দৈ‌নিক মানবকন্ঠ ও প্রতি‌দি‌নের সংবা‌দের প্রতি‌নি‌ধি ও প্রেস ক্লাবের সদস‌্য স‌চিব মিজান বিন তা‌হের, দৈ‌নিক ভো‌রের দর্পন প্রতি‌নি‌ধি শি‌ব্বির আহমদ রানা,দৈ‌নিক ইন‌কিলাব প্রতি‌নি‌ধি রিয়াদুল ইসলাম রিয়াদ,দৈ‌নিক ভো‌রের ডাক প্রতি‌নি‌ধি মুহাম্মদ তাফহীমুল ইসলাম, দৈ‌নিক আমার সংবাদ ও সিপ্লাস প্রতি‌নি‌ধি মোঃ জসীম উ‌দ্দিন,দৈ‌নিক রুপালী বাংলা‌দে‌শে‌র প্রতি‌নি‌ধি আবু ওবাইদা আরাফাত, দৈ‌নিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতি‌নি‌ধি ছৈয়দুল আলম সহ কর্মরত সাংবা‌দি‌কেরা অংশগ্রহন ক‌রেন । সভায় বক্তারা ব‌লেন,সরকার সারা‌দে‌শে সাংবা‌দিকদের নিরাপত্তা ‌দি‌তে ব‌্যর্থ প্রমা‌নিত হ‌য়ে‌ছে । যার ফ‌লে প্রকা‌শ্যে সাংবা‌দিকদের কু‌পি‌য়ে হত‌্যা,খুন জখম সহ প্রতি‌নিয়ত নির্যাতন চালা‌চ্ছে । এ সব ঘটনার সুষ্ট‌ তদন্ত ও ন‌্যায় বিচার নি‌শ্চিত হ‌লে অপরাধীরা এসব করার সাহত পেতনা ব‌লে অ‌ভিমত ব‌্যক্ত সহ কর্মকা‌লে সাংবা‌দিকদের নিরাপত্তা জোরদা‌রের আহব‌ান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়