শিরোনাম
◈ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিশ্চয়ই ভারত ঠিক করবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ নতুন নীতিমালা জারি ব্যাংকে পদোন্নতির বিষয়ে ◈ জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে অংশ নেবে বিএনপি ◈ '৫ মিনিটে ২০ বার স্যার বলতে হয়', চাঁদা নিতে গিয়ে ভুয়া এন.এস.আই কর্মকর্তা গ্রেফতার! (ভিডিও) ◈ ৫ আগস্ট: স্বৈরাচার পতনের দিন, মুক্তির মহোৎসব ◈ সিরাজগঞ্জে মিম হত্যাকারীদের শাস্তির দাবিতে হিজড়া সম্প্রদায়ের মানববন্ধন ও থানা ঘেরাও ◈ রাজধানীর ২ জায়গায় ককটেল বিস্ফোরণ ◈ অনেকেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে বয়স্ক ভাতা পেয়েছেন: প্রধান উপদেষ্টা ◈ মৃত্যুর কারণ অনুসন্ধানে ১১৪ জুলাই শহিদের মরদেহ উত্তোলনের নির্দেশ ◈ ক্ষমতায় গেলে বাক স্বাধীনতা ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৫, ০১:৫৯ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগর পৌর আওয়ামীলীগ সভাপতি গ্রেপ্তার

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য বোরহান উদ্দিন আহমেদ (নসু)কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গত শনিবার রাতে ঢাকার উত্তরার মৌশাইর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (০৪ আগস্ট) বোরহান উদ্দিন আহমেদের ভাতিজা মাওলানা আবদুল মতিন তার চাচার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “চাচাকে শনিবার রাতে ঢাকার বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে দিয়ে তাকে নিয়ে গেছে। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই।” শেখ হাসিনার সরকারের পতনের পর নবীনগরে কোনো জ্যেষ্ঠ আওয়ামীলীগ নেতা তিনিই প্রথম গ্রেপ্তার হলেন। বোরহান উদ্দিন আহমেদ নসু নবীনগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তার গ্রেপ্তারের খবরটি রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, ৫ আগস্টের ছাত্র-জনতার গণ অভ্যুত্থান ও শেখ হাসিনা সরকারের পতনের বার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারাদেশে পুলিশের বিশেষ অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসেবে গত শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ জন নেতা-কর্মীকে আটক করা হয়।

নবীনগর পৌরসভার আওয়ামীলীগ সভাপতি বোরহান উদ্দিন আহমেদ তাদেরই একজন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

সোমবার (৪ আগস্ট) সকালে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বোরহান উদ্দিন আহমেদের আটকের খবর শুনেছেন, তবে এ বিষয়ে এখনও কোনো দাপ্তরিক তথ্য পাননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়