শিরোনাম
◈ ভুটানের লি‌গে খেলছেন ঋতুপর্না চাকমা, এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ◈ জুমার দিন: রহমত, বরকত ও অশেষ সওয়াবের সুবর্ণ সুযোগ ◈ আজীবনের জন্য বাহরাইনে স্থায়ী ব্যবসার ও বসবাসের সুযোগ, মাত্র ৫ দিনার ফিতে! ◈ জুলাই সনদ ঘোষণার দাবিতে আজও শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধারা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা  ◈ সংলাপে পিআর নি‌য়ে উত্তেজনা, হুদা ‘স‌রি’ বলার পর শান্ত এন‌সি‌পি নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশে নেচে যাওয়া সেই নোয়েল ভারতে গিয়ে আটক হলেন ◈ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনায় ১১ অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত ◈ শার্শায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ◈ সরকারের এক্সিট প্ল্যান, না বিএনপির ‘বিস্কুট দৌড়’?

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৫, ০৮:০২ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিক জাহাঙ্গীর ভূঁইয়াকে পিটিয়ে হত্যা অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকাবাসী জানায়, পাঁচ আগস্টের পর নারায়ণগঞ্জের আড়াইহাজার মাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির কার্যালয় করার জন্য নিহত জাহাঙ্গীরের কাছ থেকে অফিসটি ভাড়া ‌নেয় স্থানীয় ওয়ার্ড বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার। সকা‌লে বকেয়া ১০ হাজার টাকা ভাড়া চাইতে গেলে তোতা মেম্বার তার ছেলেসহ কয়েকজনের সঙ্গে জাহাঙ্গীরের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে তাকে মারধর করলে ‌সে আহত হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) খন্দকার না‌সির উদ্দিন জানান, গত বছরের ৫ আগ‌স্টের পর মামুদপুর ইউনিয়‌ন বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক তোতা মিয়া সালমদী বাজা‌রে জাহাঙ্গীরের কাছ থে‌কে বছ‌রে ৩০ হাজার টাকা ভাড়া চু‌ক্তি‌তে তিন‌টি দোকান ভাড়া নেন। এর এক‌টি দোকা‌নে ৭নং ওয়ার্ড বিএন‌পির কার্যালয় স্থাপন ক‌রেন। বা‌কি ২‌টি দোকা‌নের ভাড়া প‌রি‌শোধ কর‌লেও যে দোকান‌টি‌তে মাহমুদপুর ইউনিয়ন বিএন‌পির কার্যালয় ক‌রা হয় সেই দোকানের ভাড়া প‌রি‌শোধ করেননি তোতা মিয়া।

তিনি আরও জানান, বুধবার বেলা ১১টার দি‌কে জাহাঙ্গীর হো‌সেন ভাড়া চাইতে বিএন‌পি কার্যাল‌য়ে তোতা মিয়ার কা‌ছে গে‌লে উভ‌য়ের ম‌ধ্যে বাগ‌বিতন্ডা হয়। এক পর্যা‌য়ে তোতা মিয়ার সঙ্গে হাতাহা‌তিতে গুরুতর আহত হয় দোকান মালিক জাহাঙ্গীরকে। পরে তাকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। উৎস: চ্যানেল ২৪ ও ডেইলি স্টার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়