শিরোনাম
◈ জুলাই সনদ নিয়ে ভিন্নমত: বিএনপির ইতিবাচক সাড়া, জামায়াতের শর্ত, এনসিপির আইনি ভিত্তির দাবি ◈ বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক কোম্পানি হানডা ◈ ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধের বিচার চায় বাংলাদেশ ◈ মানব পাচারের নতুন হাতিয়ার: প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া ◈ প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নয়ন: বেতন-ভাতা বাড়ছে কত? ◈ পদ্মা পারাপারে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক: চরভদ্রাসনে স্পিডবোটে নিরাপত্তা জোরদারে প্রশাসনের কঠোর পদক্ষেপ ◈ সৌদি আরবে কর্মভিসা এখন আরও সহজ: দক্ষতার ভিত্তিতে নতুন সুযোগ ◈ বেনাপোল বন্দরে ক্যানসার আক্রান্ত পাসপোর্টধারীর ১৬ হাজার টাকা ছিনতাই ◈ “পুলিশ বাহিনীর মেরুদণ্ড আপনারা”, এসআইদের পেশাদার দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের ◈ ওয়াশিংটনে শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা বাণিজ্য আলোচনা

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ০৮:২৩ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রৌমারীতে জমি বিরোধে হত্যা: সাত আসামির সবাই গ্রেফতার, তদন্তে গতি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ সম্প্রতি চাঞ্চল্যকর কুড়িগ্রামের রৌমারীতে জমাজমি সংক্রান্ত সংঘর্ষের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় এজহারভুক্ত আরও দুই আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মামলার সাত আসামির সকলেই গ্রেফতার হলো বলে নিশ্চিত করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

গত ২৪ জুলাই ২০২৫ তারিখে রৌমারী থানার অন্তর্গত ভেন্দুরচর ইউনিয়নের একটি প্রত্যন্ত চরাঞ্চলে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মধ্য সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। পরে আরও ৩ জনের মৃত্যু ঘটে। ঘটনার পরপরই পুলিশ সুপার কুড়িগ্রামের নির্দেশে রৌমারী থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে প্রথম দফায় ৫ আসামিকে গ্রেফতার করেছিল।

গ্রেফতার অভিযানের ধারাবাহিকতায় গত ২৮ জুলাই রাতে রৌমারী থানা পুলিশের একটি বিশেষ দল গাজীপুর জেলার শফিপুর এলাকা থেকে মামলার এজহারভুক্ত বাকি দুই আসামি ধলু মিয়া ও দুলালকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র এবং ডিবির অফিসার ইনচার্জ মোঃ বজলার রহমান বলেন,হত্যা মামলার এজহারভুক্ত ৭ আসামিকেই গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে এবং চার্জশিট দাখিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, পুলিশ প্রশাসনের এমন দ্রুত ও সফল অভিযানে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কুড়িগ্রাম জেলা জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী সব সময় সতর্ক এবং সচেষ্ট রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়