নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সোহেলকে গ্রেপ্তারের পর পুলিশের ধারাবাহিক অভিযানে এবার অস্ত্র ও গোলাবারুদ সহ সোহেলের খালা ও আরেক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ওই দুই নারী হলেন, রায়পুরা উপজেলার শ্রীনগর মধ্যপাড়া গ্রামের অলিউর রহমানের স্ত্রী ফিরোজা (৪৫) ও একই গ্রামের মৃত আব্দুল হামিদের স্ত্রী রাজিয়া (৫০)।
সোমবার (২৮ জুলাই) রায়পুরা থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মুনসুর।
তিনি বলেন, গত ২১ জুলাই রায়পুরার শীর্ষ সন্ত্রাসী সোহেলকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তারের ধারাবাহিকতায় রবিবার (২৭ জুলাই) রায়পুরা থানা পুলিশ শ্রীনগর ইউনিয়নে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার অভিযান যায়। অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর মধ্যপাড়ায় আমজাদ মিয়ার মুদি দোকানের টিনের বেড়ার সাথে পাটি দিয়ে মোড়ানো অবস্থায় একটি চায়না রাইফেল, একটি এক নলা বন্দুক, একটি লোহার পাইপ, ১২ বোর শর্টগানের ৫টি কার্তুজ, ১৪ টি খালি খোসা, একটি রোহার রাম দা উদ্ধার করে। এসময় দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।