শিরোনাম
◈ আই‌সি‌সির টি-‌টো‌য়ে‌ন্টি বো‌লিং র‍্যাঙ্কিংয়ে সেরা দশে মোস্তাফিজ ◈ ঢাকায় পি‌সি‌বির সভাপ‌তি, ভারত ও শ্রীলঙ্কা ছাড়াই বৃহস্প‌তিবার  শুরু হ‌চ্ছে এসিসির সভা ◈ মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ২২ মরদেহ হস্তান্তর ◈ সচিবালয়ে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা ◈ ধেয়ে আসছে মহামারি, সতর্কতা জারি করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ◈ ক্ষে‌পে গে‌লেন রমিজ রাজা, বাংলাদেশের কাছ থেকে পাকিস্তানকে শিখতে বললেন  ◈ বেনাপোল ইমিগ্রেশনে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার ◈ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টাকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান ১৩ রাজনৈতিক দল-জোটের নেতারা ◈ মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতের তালিকা প্রস্তুত করতে স্কুল কর্তৃপক্ষের কমিটি গঠন ◈ বছর না যেতেই পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে: ১৩ দলের সঙ্গে বৈঠকে ড. ইউনূস

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৫, ১২:৫২ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদা না দেয়ায় খুলে নেয়া হলো হাসপাতালের মালামাল! (ভিডিও)

চাঁদা না দেওয়ায় রাজবাড়ীতে ব্যাহত হচ্ছে ২৫০ শয্যার রাজবাড়ী জেলা সদর হাসপাতালের নির্মাণ কাজ। এ নিয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভায় ব্যাপক সমালোচনা হয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন খোদ জেলা প্রশাসক।

রোববার (২০ জুলাই) সকাল ১০টায় রাজবাড়ীর অফিসার ক্লাব মিলনায়তনে জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় হাসপাতাল নির্মাণ কাজের অগ্রগতি জানতে চান জেলা প্রশাসক। এ সময় রাজবাড়ী গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী(সিভিল) মোহাম্মদ জহিরুল ইসলাম কাজের অগ্রগতি সম্পর্কে বলেন, চাঁদাদাবির কারণে হাসপাতালের লিফট স্থাপন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। ঠিকাদারের লোকজন ভয়ভীতির মধ্যে আছেন।

রাজবাড়ী গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, স্থানীয় কিছু চাঁদাবাজ এসে হাসপাতালের লিফটের ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে বিভিন্ন সময়ে তারা হুমকি ধামকি দিচ্ছে। এতে হাসপাতালের লিফটের কাজ শেষ করতে সময় লাগছে। একাধিকবার আমাদের নিয়োজিত ঠিকাদার চাঁদাবাজদের চাঁদা পরিশোধ করেছে। এক গ্রুপ চাঁদা নিয়ে যায়, আরেক গ্রুপ আসে। ঠিকাদার কতজনকে চাঁদা দিবে। এর আগে হাসপাতালের এসির তার, আউটডোরের জিনিসপত্র খুলে নিয়ে গেছে চোরেরা। 

তিনি বলেন, স্থানীয় কিছু চাঁদাবাজ শ্রেণির লোক রয়েছে তারা বিভিন্ন সময়ে এসে হাসপাতালের নির্মাণ কাজে বাঁধা দেয়। তারা এসে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ঠিকাদারকে ভয়ভীতি প্রদর্শন করে।

নির্বাহী প্রকৌশলী দফতরের তথ্য মতে জানা গেছে, চলতি বছরের ২০শে জানুয়ারি রাজবাড়ী গণপূর্ত বিভাগের  নির্বাহী প্রকৌশলী বরাবর একটি চিঠি দিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন। সেই চিঠির অনুলিপি জেলা প্রশাসক, হাসপাতালের তত্ত্বাবধায়ক, সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর প্রেরণ করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, হাসপাতালের লিফট স্থাপনের জন্য সুপার স্টার ইঞ্জিনিয়ারিং লি. এর সঙ্গে গত ১৭ই এপ্রিল ২০২২ তারিখে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ফ্রান্স থেকে ৪টি লিফটের মালামাল গত ২৯শে সেপ্টেম্বর ২০২৩ তারিখে প্রকল্প সাইটে সরবরাহ করা হয়। লিফট সমূহ স্থাপনের জন্য শ্যাফট পুরোপুরি প্রস্তুত না থাকায় লিফট সমূহের ইন্সটলেশনের কাজ আরম্ভ করতে বিলম্বিত হয়। পরবর্তীতে উপযুক্ত শ্যাফট প্রস্তুত করে দেওয়ায় বর্তমানে লিফট সমূহের ইন্সটলেশনের কাজ চলমান রয়েছে।

গত ১৯শে জানুয়ারি ইন্সটলেশনের কাজ চলমান থাকা অবস্থায় দুপুরে ৮/১০ জন অস্ত্রধারী লোকজন প্রকল্প সাইটে প্রবেশ করে চাঁদা দাবি করে এবং লিফটের মূল্যবান মালামাল নিয়ে যেতে চেষ্টা করে। একই সাথে চাঁদা দেওয়া না হলে প্রাণনাশের হুমকি প্রদান করে যায়। চিঠিতে ঠিকাদারের ম্যানেজার, আগামী ২মাস কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন। কাজের সাইটে মজুদকৃত মালামাল ও লোকবলকে ডাকাত ও সস্ত্রাসীদের হাত থেকে নিরাপত্তার জন্য চলতি বছরের ২১শে জানুয়ারি গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুর রসিদ মন্ডল আরেকটি চিঠি দিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর। চিঠিটির অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ আরও কয়েকটি দপ্তরে দেওয়া হয়েছে।

চাঁদাবাজির বিষয়টি নিয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, হাসপাতালের নির্মাণ কাজের ঠিকাদারের কাছে চাঁদাবাজির বিষয়টি উন্নয়ন সমন্বয় সভায় উঠেছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। রাজবাড়ীতে কোনো চাঁদাবাজি হতে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি করেন তিনি। 

রাজবাড়ীর নাগরিক কমিটির সভাপতি জ্যোতি শঙ্কর ঝন্টু বলেন, রাষ্ট্রের সবচেয়ে মানবিক জায়গা হলো হাসপাতাল। সেখানে কাজের জন্য চাঁদা চাওয়া রাষ্ট্রের জন্যই হুমকি। রাষ্ট্রের একমাত্র দায়িত্ব হলো নাগরিকের নিরাপত্তা প্রদান করা। সরকারের সঙ্গে যারা জড়িত তাদের উচিত ছিল বিষয়টি গুরুত্ব দেওয়া। দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের গ্রেফতারের দাবিও করেন তিনি।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, বর্তমানে তেমন কোনো সমস্যা হচ্ছে না। আমরা অতিদ্রুত কাজ বুঝে নেব।

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, বিষয়টি আমার নজরে এসেছে। হাসপাতালের নির্মাণ কাজ স্বাভাবিক করতে পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, জেলা সদরে রোগীদের ভোগান্তির কথা চিন্তা করে ২০১৮ সালে ৫০ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যার হাসপাতাল উন্নীতকরণের কাজ শুরু হয়। বর্তমানে ৩ কোটি ৯১ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে ৮তলা পর্যন্ত হাসপাতালের লিফট স্থাপনের কাজ চাঁদা দাবির কারণে ব্যাহত হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়