কল্যাণ বড়ু্য়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মো. আবুল বশর (৪২) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে বাঁশখালীর চাম্বল ইউনিয়নের বাংলাবাজার আইস ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনায় নিহত আবুল বশর সরল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাহারঘোনা গ্রামের মরহুম চান্দ মিয়া হাজীর ছোট ছেলে । আবুল বশর দীর্ঘদিন ধরে আইস ফ্যাক্টরিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পীলশ সূত্রে জানা যায়,চাম্বল ইউনিয়নের বাংলাবাজার এলাকার মো.তফসির উদ্দিনের মালিকানাধীন আইস ফ্যাক্টরিতে হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে গ্যাস ছড়িয়ে পড়ে। এতে সেখানে কর্মরত ছয়জনের মধ্যে আবুল বশর সবচেয়ে কাছাকাছি অবস্থান করায় তিনি মারাত্মকভাবে গ্যাসক্রিয়ায় আক্রান্ত হন।
আত্মরক্ষার জন্য তিনি দৌড় দেন এবং ৩০ গজ দূরে গিয়ে পাশের জমিতে পড়ে যান। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে চাম্বলের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে থাকা আইস ফ্যাক্টরির কর্মচারী জামশেদ জানান, “ঘটনার সময় আমরা ছয়জন একসাথে ছিলাম। গ্যাস ছড়িয়ে পড়লে সবাই দৌড়ে পালানোর চেষ্টা করি। কিন্তু বশর সিলিন্ডারের সবচেয়ে কাছাকাছি ছিলেন, তাই তিনি বেশি আক্রান্ত হন। গ্যাসে তার পিঠ ঝলসে যায়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, বাংলাবাজার এলাকার মো.তফসির উদ্দিনের মালিকানাধীন আইস ফ্যাক্টরিতে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পৌছে ঘটনার বিস্তারিত তথ্যদি সহ মারা যাওয়া আবুল বশরের লাশের সুরতহাল প্রতিবেদন করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।