এম এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে আলোচিত অটোভ্যান চালক আসাদুল (৩৫) হত্যাকাণ্ডের ঘটনায় এক সপ্তাহের মধ্যে মূল আসামি মুন্নাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোভ্যান ও হত্যায় ব্যবহৃত সরঞ্জামাদি।
সোমবার ভোরে বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুরের পরামর্শ ও দিকনির্দেশনায় এসআই রব্বানীর নেতৃত্বে এএসআই মুরসালিন, এএসআই আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স ডিজিটাল প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল আসামি নাজমুল হক মুন্না (২৮)-কে গ্রেপ্তার করে। সে উপজেলার ২ নম্বর ফরক্কাবাদ ইউনিয়নের দামাইল সংঙ্গতপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
পরে মুন্নার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে তার সহযোগী ও ভ্যান ক্রেতা বোচাগঞ্জ উপজেলার বাজনিয়া গ্রামের মৃত প্রবীণ দেব শর্মার ছেলে আম ব্যবসায়ী কিনুরাম দেব শর্মা (৩৮) এবং জালালী গ্রামের মোসলেম আলীর ছেলে রুবেল ইসলাম ওরফে সাহেব আলী (৩৬)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোভ্যান ও হত্যায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
উল্লেখ্য, গত ১৬ জুলাই সকালে বিরল উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নের ধুকুরঝাড়ী এলাকায় কাহারোল-পাকা সড়কের পাশে মাটিয়ান পুকুরের কাছে অটোভ্যান চালক আসাদুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আসাদুল উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের যোগীহারি গ্রামের জহুরুল ইসলামের ছেলে।