শিরোনাম
◈ মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ জাতীয় গ্রিডে বিপর্যয়ে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ ◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতদের মধ্যে ৭ শিশুসহ আট জনের মরদেহ হস্তান্তর ◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধদের সেবায় ডা. তাসনিম জারার ৭ পরামর্শ ◈ 'উত্তরা মাইলস্টোন কলেজ তৈরি করার সময় বাধা দেওয়া হয়েছিল' (ভিডিও) ◈ দগ্ধ শরীরে শিশুদের বাঁচানোর চেষ্টা করা সেই শিক্ষিকার মৃত্যু ◈ রক্তের জন্য মাইকিং : বার্ন ইউনিটে কান্নায় ভারী পরিবেশ, স্বজনদের আহাজারি ◈ পোড়া বাচ্চাটি দৌড়াচ্ছে সবাই ভিডিও করছে কিন্তু ধরছে না! ◈ শাসক পাল্টিয়েছে, কিন্তু শাসনের চরিত্র বোধহয় পাল্টায়নি: তারেক রহমান ◈ আমার বলার কোনো ভাষা নেই, আগুনে পুড়ে যাওয়া শিশুদের মা-বাবাকে আমরা কী জবাব দেব: ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৫, ০৮:৪২ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ীর পাংশায় অস্ত্র সহ গ্রেফতার ১

সৈকত শতদল, জেলা প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা থানা পুলিশের বিশেষ অভিযানে ১ টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড তাজা কার্তুজ সহ সাইদুল শেখ (৩৯) নামে একজন কে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ। সোমবার (২১ জুলাই) রাত ৩টার দিকে উপজেলার শরিষা ইউনিয়নের বাঘারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাইদুল শরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিনগত রাত ৩ টার দিকে রাজবাড়ী জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন এর নেতৃত্বে এসআই মোঃ ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শরিষা ইউনিয়নের বাঘারচর এলাকার মোঃ নুর আলী শেখ এর বসত বাড়ীর উত্তর পাশে কাঁচা রাস্তার উপরে অভিযান চালিয়ে ১ টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার সহ সাইদুল শেখকে গ্রেফতার করা হয়। এসময় ওইখানে থাকা অজ্ঞাতনামা আরো ৩/৪ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। 

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।   এছাড়াও ধৃত আসামী সাইদুল শেখ'র বিরুদ্ধে ইতিপূর্বে ১টি অস্ত্র মামলা ও ২টি ডাকাতির প্রস্তুতি মামলা সহ ১টি মারামারি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়