শিরোনাম
◈ আগেই শাপলা বাদ, অ‌নেক শর্ত পূরণ হয়‌নি, নির্বাচন কমিশনের নিবন্ধন পাবে এনসিপি? ◈ সন্ধ‌্যায় নারী সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের ফাইনা‌লে বাংলাদেশ-নেপাল মু‌খোমু‌খি ◈ তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি, বন্যার আশঙ্কায় আতঙ্কে তীরবর্তী মানুষ ◈ নারী এশিয়ান কাপের মূলপ‌র্বে খেলার জন‌্য বাংলা‌দেশসহ ১২ দল চূড়ান্ত  ◈ পা‌কিস্তা‌নের খে‌লোয়াড়রা মানিয়ে নিতে পারেনি,  মাইক হেসনের সমালোচনার জবাবে পার‌ভেজ ইমন ◈ কতটুকু সংস্কার ও স্বাধীন হলো বাংলাদেশের বিচারালয়? ◈ জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুল (ভিডিও) ◈ তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, বন্যার শঙ্কা – ব্যারাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে ◈ ভোটাভুটি নয়, সর্বসম্মতিতে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান গঠনের পক্ষে জামায়াত ◈ মেজর জিয়া চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৫, ০১:০৬ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা জামায়াতের নেতা আনিছুর রহমানকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুরের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজিবপুর উপজেলা শাখার সেক্রেটারি মো.আজিজুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারের বিষয়টি অবহিত করা হয়।

বহিষ্কৃত আনিছুর রহমান জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজিবপুর উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালিন করছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোস্যাল মিডিয়া এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় উপজেলা জামায়াত নেতা আনিছুর রহমান ভুয়া স্কুল খুলে ২১ পারিবারকে নিস্ব করেছে এবং বাবু নামে এক ব্যবসায়ীকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা দাবি করে মর্মে রিপোর্ট প্রকাশ হলে তা জামায়াতের দায়িত্বশীলদের দৃষ্টিগোচর হয়।সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কাজ করায় তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়।

রাজিবপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো.আজিজুর রহমান বলেন, সংগঠনের কোনো নেতা বা কর্মীর সংগঠনের নীতি আদর্শ ও পরিপন্থী কাজের সাথে জড়িত থাকার সুযোগ নেই। তাই অভিযুক্ত আনিছুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে জেলা জামায়াত আমীরের নির্দেশক্রমে অধিকতর তদন্তের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।গঠিত কমিটি বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে।

এর আগে দৈনিক কালবেলা সহ বেশ কয়েকটি গণমাধ্যম জামায়াত নেতা আনিছুর রহমানের চাঁদা দাবি করার একটি অডিও রেকর্ড প্রকাশ করে।সেখানে ব্যবসায়ী বাবুকে মামলার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চান ঐ জামায়াত নেতা। যা ব্যপক সমালোচনার জন্ম নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়