সোহাগ হাসান জয় সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি একটি সুশৃঙ্খল ও গণতান্ত্রিক দল। এই দলে সন্ত্রাস, দুর্নীতি এবং চাঁদাবাজির কোনো স্থান নেই। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দলের কোনো নেতাকর্মী যদি এ ধরনের অপকর্মে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে এবং তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ বুধবার (১৬ জুলাই, ২০২৫) দুপুরে সিরাজগঞ্জ শহরের ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ। তাঁর নির্দেশনা মেনেই আমাদেরকে আগামী দিনের আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে হবে এবং দলকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। তিনি নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম এবং সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট।
এছাড়াও সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ এবং দেশবরেণ্য কণ্ঠশিল্পী ও দলের সদস্য কনক চাঁপা।
মতবিনিময় সভায় জেলা বিএনপি ছাড়াও বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। বক্তারা আগামী দিনে দলের যেকোনো কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।