শিরোনাম
◈ অন্যায়কারী যেই হোক, প্রশ্রয় নয়: মিটফোর্ড হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তারেক রহমানের ◈ ডেঙ্গু ঝুঁকিতে কুমিল্লার ছিন্নমূল মানুষেরা, দেখার কেউ নেই ◈ জনবল ও অর্থ সংকটে ধুঁকছে কুমিল্লার ময়নামতি রেশমকেন্দ্র ◈ নির্বাচনের আগে যে কোনো মূল্যে পরিস্থিতি স্বাভাবিক করা হবে: উপ-প্রেস সচিব ◈ রাষ্ট্র সংস্কারে ঐকমত্য কতদূর? নানা প্রশ্ন ◈ ২ নেতাকে বহিষ্কার করেছে যুবদল, পুলিশ বলছে ‘আসামিদের পরিচয় মেলেনি’: সোহাগ হত্যাকাণ্ড ◈ পুরোনো রাজনীতিতে ফেরা অতটা সহজ হবে না: নাহিদ ইসলাম ◈ দোয়ারায় বিএসএফের গুলিতে ১জন নিহত ◈ সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া, গণতন্ত্রের বিকল্প নেই: রাজশাহীতে ড. মঈন খান" ◈ কালীগঞ্জে বিদেশী পিস্তল সহ একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ঘ্যানা গ্রেফতার

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৫, ০৭:৫৪ বিকাল
আপডেট : ১২ জুলাই, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দোয়ারায় বিএসএফের গুলিতে ১জন নিহত

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ’এর) গুলিতে শফিকুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহত শফিকুল উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙাপাড়া গ্রামের কিতাব আলীর ছেলে। 

শুক্রবার রাত ১ টা ২০ মিনিটে দোয়ারাবাজার উপজেলার ১২১৬ নম্বর সীমান্ত পিলার এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গরু পারাপারের সময় বিএসএফ চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালায়, এতে শফিকুল ইসলাম গুরুতর আহত হয়। চোরাকারবারিরা তাকে এপারে এনে দোয়ারাবাজার হাসপাতালে ভর্তি করলে রাত আড়াইটায় শফিকুলের মৃত্যু ঘটে।

বিজিবির ২৮ রইফেলের অধিনায়ক জাকারিয়া কাদির জানান, শুক্রবার রাত ১ টা ২০ মিনিটের দিকে দোয়ারাবাজার সীমান্তের ভাঙারপাড় দিয়ে ১০-১২ জন বাংলাদেশী গরু আনতে ভারতের ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে। গরু নিয়ে আসার সময় বিএসএফ তাদের বাঁধা প্রদান করে। এসময় বিএসএফকে লক্ষ্য করে চোরাকারবারিরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। বিএসএফ এই পরিস্থিতিতে ৪-৫ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

চোরাকারবারিরা তাতে পিছু না হঠায় বিএসএফ ৩-৪ রাউন্ড গুলি করে। ওই গুলিতে চোরাকারবারি শফিকুল গুরুতর আহত হন। অন্য চোরাকারবারিরা আহত শফিকুলকে নিয়ে দেশে চলে আসে। শফিকুলকে তার পরিবারের কাছে সমঝে দিয়ে অন্যরা পালিয়ে যায়। আহত শফিকুলকে পরিবারের সদস্যরা দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। রাত আড়াইটায় শফিকুল ওখানে মারা যান। এই বিষয়ে বিএসএফকে পতাকা বৈঠক ও প্রতিবাদলিপি দিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে। ওই এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়