শিরোনাম
◈ কুমিল্লায় উপজেলা প্রকৌশলীকে লাথি মেরে বের করে দেয়ার হুমকির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ◈ এবার কক্সবাজারে চুরির পর পুলিশের স্ত্রীকে ধর্ষণ, থানায় মামলা ◈ ময়মনসিংহের ভালুকায় মা এবং দুই সন্তানকে গলাকেটে হত্যার ঘটনায় অভিযুক্ত দেবর গাজীপুরে গ্রেফতার ◈ ‌সি‌রিজ জ‌য়ের স্বপ্ন নি‌য়ে রা‌তে শেষ ম‌্যা‌চে শ্রীলঙ্কার মু‌খোমু‌খি বাংলা‌দেশ ◈ ফিফা নি‌ষেধাজ্ঞায় ফ‌কি‌রেরপুল ইয়ং‌মেন্স ক্লাব ◈ সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়ি ভাঙার খবরে মমতার উদ্বেগ, ভারতের সংস্কার প্রস্তাব ◈ ৭ আগস্ট প্রকাশ করা হ‌বে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত নাম প্রকা‌শের তা‌লিকা ◈ অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হয়ে ও‌য়েস্ট ইন্ডিজ বোর্ড কিংবদন্তিদের শরণাপন্ন  ◈ ছাত্রদল কেন শিবিরকে গুপ্ত সংগঠন বলছে? ◈ বিশ্বকাপের আ‌গে  বাংলা‌দেশ দল কলম্বোতে দু‌টি প্রস্তুতি ম্যাচ খেলবে

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৫, ১১:২৬ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার মুরাদনগরের ট্রিপল মার্ডারের মামলা ডিবিতে হস্তান্তর

শাহাজাদা এমরান,কুমিল্লা: কুমিল্লার মুরাদনগরে মা, ছেলে ও মেয়েকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে। কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানের নির্দেশে সোমবার (৭ জুলাই) রাতে মামলার প্রয়োজনীয় কাগজপত্র ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেন কুমিল্লা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ।

তিনি বলেন, “সোমবার রাত সাড়ে ১১টার দিকে মামলার কাগজপত্র আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা মামলার তদন্ত কাজের পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।” এর আগে গত বৃহস্পতিবার সকালে মুরাদনগরের কড়ইবাড়ী গ্রামে মাদক ব্যবসা ও একটি মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। নিহতরা হলেন রোকসানা বেগম রুবি, তার মেয়ে জোনাকি ও ছেলে রাসেল। এ ঘটনায় গুরুতর আহত হন রুবির আরেক মেয়ে রুমা আক্তার।

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লালকে প্রধান আসামি করা হয়।

এ ঘটনায় র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—কড়ইবাড়ি গ্রামের বাচ্চু মিয়া (মেম্বার), রবিউল আওয়াল, আতিকুর রহমান, মো. বায়েজ মাস্টার, দুলাল, আকাশ, নাজিমুদ্দিন বাবুল ও ছবির আহমেদ। পুলিশ জানিয়েছে, এদের রিমান্ডে নিতে ইতোমধ্যে আদালতে আবেদন করা হয়েছে। আদালত আজ (মঙ্গলবার) এ বিষয়ে আদেশ দিতে পারেন।

বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, “পুলিশ সুপারের নির্দেশে মামলাটি জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে। আসামিদের রিমান্ড মঞ্জুর হলে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়