শিরোনাম
◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: এফ-৭ বিজিআই নিয়ে যে সব তথ্য জানা গেল ◈ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনা, হতাহতের তথ্য গোপন করা হচ্ছে এ দাবি সঠিক নয় ◈ মাইল‌স্টোন ক‌লেজ ক‌্যাম্পা‌সে বিমান দুর্ঘটনায় মন কাঁদছে পাকিস্তানি ক্রিকেটারদের ◈ মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ জাতীয় গ্রিডে বিপর্যয়ে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ ◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতদের মধ্যে ৭ শিশুসহ আট জনের মরদেহ হস্তান্তর ◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধদের সেবায় ডা. তাসনিম জারার ৭ পরামর্শ ◈ 'উত্তরা মাইলস্টোন কলেজ তৈরি করার সময় বাধা দেওয়া হয়েছিল' (ভিডিও) ◈ দগ্ধ শরীরে শিশুদের বাঁচানোর চেষ্টা করা সেই শিক্ষিকার মৃত্যু ◈ রক্তের জন্য মাইকিং : বার্ন ইউনিটে কান্নায় ভারী পরিবেশ, স্বজনদের আহাজারি

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫, ১২:২৯ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জের কোটিপতি ব্যবসায়ী পরিবারসহ নিখোঁজ: শহরে শঙ্কা ও জল্পনা-কল্পনা

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কোটিপতি ব্যবসায়ী বিকাশ চন্দ্র মল্লিকের পরিবার নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার থেকে বিনয় মল্লিকসহ তার পরিবারের কাউকেই বাড়িতে বা অন্য কোথাও পাওয়া যাচ্ছে না। তাদের শহরের বড় বাজারে অবস্থিত 'মেসার্স মল্লিক ব্রাদার্স' নামের ব্যবসা প্রতিষ্ঠানের কর্তৃত্ব নিয়েছেন পৌর ব্যবসায়ী নেতা মাসুদ রানার পুত্র মাহফুজ আহম্মেদ মুন্না, যিনি বর্তমানে প্রতিষ্ঠানটিতে বসে বেচাকেনাও করছেন।

নিখোঁজ নিয়ে নানা গুঞ্জন
হঠাৎ করেই এই ব্যবসায়ী পরিবারের স্বপরিবারে নিখোঁজের বিষয়টি নিয়ে শহরে নানান গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কেউ বলছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের এই ব্যবসায়ী পরিবারটি রাতের আঁধারে ভারতে পালিয়ে গেছে। আবার কেউ কেউ মনে করছেন, চাঁদাবাজদের কবলে পড়ে অতিষ্ঠ হয়ে অথবা ব্যাংক ও বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে তারা ভারতে পালিয়ে যেতে পারেন। শনিবার পর্যন্ত ওই পরিবারটির খোঁজ না মিললেও, তাদের প্রতিষ্ঠানটির কর্তৃত্ব নেওয়া ব্যবসায়ী নেতা মাসুদ রানার ভাষ্য, তারা এগুলো ক্রয় করেছেন। তবে ওই পরিবারটি নিখোঁজ না গুমের শিকার হয়েছে, তা নিয়েও ব্যবসায়ীদের মধ্যে জল্পনা-কল্পনা চলছে। শনিবার বিকেলে ব্যবসায়ী বিনয় মল্লিকের মোবাইলে কল দিলেও ফোনটি বন্ধ পাওয়া গেছে।

'ক্রয়' না 'নিখোঁজ'?
জানা গেছে, শহরের বড় বাজারে অবস্থিত 'মল্লিক ব্রাদার্স' নামের ব্যবসা প্রতিষ্ঠানটি শহরের অন্যতম ও বৃহৎ একটি প্রতিষ্ঠান। দেশ স্বাধীন হওয়ার আগে থেকেই প্রয়াত বিকাশ চন্দ্র মল্লিক সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করতেন। তার মৃত্যুর পর সন্তানদের কেউ কেউ ভারতে চলে গেলেও, বড় সন্তান বিনয় মল্লিক তাদের ব্যবসাটি পরিচালনা করে আসছিলেন। গত বৃহস্পতিবার থেকে তিনিও পরিবারসহ নিখোঁজ রয়েছেন। তার মতো একজন কোটিপতি ব্যবসায়ী পরিবারসহ হঠাৎ নিখোঁজের খবরে শহরময় অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে নানান জল্পনা-কল্পনা চলছে।

এসব বিষয়ে খোঁজ নিতে শুক্রবার সরেজমিনে 'মল্লিক ব্রাদার্স' প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখা যায়, মল্লিক পরিবারের কেউ নেই। প্রতিষ্ঠানটিতে কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মাসুদ রানার পুত্র মাহফুজ আহম্মেদ মুন্না বেচাকেনা করছেন। তিনি জানান, তারা প্রতিষ্ঠানটি ক্রয় করেছেন। এই বিষয়ে জানতে ব্যবসায়ী নেতা মাসুদ রানার মোবাইলে কল দিলে তিনি জানান, নিখোঁজ মল্লিক পরিবার কোথায় আছেন তা তিনি জানেন না। তারা গত বুধবার রেজিস্ট্রির মাধ্যমে বাড়ি ও ভবনসহ প্রতিষ্ঠানটি ক্রয় করেছেন। তবে কত টাকায় কিনেছেন, এমন প্রশ্নের উত্তরটি তিনি এড়িয়ে যান।

পুলিশের নিষ্ক্রিয়তা ও ব্যবসায়ীদের উদ্বেগ
শনিবার বিকেলে ব্যবসায়ী বিনয় মল্লিকের ব্যবহৃত মোবাইল নম্বরে (০১৭১১-৩৮৫১২৯) একাধিকবার কল দিলেও ফোনটির সুইচ বন্ধ পাওয়া গেছে।

ব্যবসায়ী পরিবার নিখোঁজের বিষয়ে কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুল ইসলাম বলেন, তিনিও শহরের ব্যবসায়ীদের মুখে শুনেছেন মল্লিক পরিবারটি নিখোঁজ বা কোথাও চলে গেছে। তবে, এক ব্যবসায়ীর কাছে প্রতিষ্ঠান বিক্রি করে ভারতে গেছেন এমন কথা শুনলেও, বাস্তবে তারা কোথায় আছেন তা তিনিও জানেন না বলে জানান।

ব্যবসায়ী পরিবারের নিখোঁজের বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, বিষয়টি তিনিও শুনেছেন। তবে এ নিয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। তারপরও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়