শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৫, ০৮:৫৭ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় নারীকে ধর্ষণের ঘটনায় চার যুবককে ৩ দিনের রিমান্ড 

শাহাজাদা এমরান,কুমিল্লা : কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় পর্নোগ্রাফি আইনে গ্রেপ্তারকৃত চার যুবকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে কুমিল্লার আমলী আদালত-১১ এর বিচারক মমিনুল হক তাঁদের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও মুরাদনগর থানার উপপরিদর্শক রুহুল আমিন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর রহমান।

রিমান্ড প্রাপ্তরা হলেন মুরাদনগরের পাঁচকিত্তা গ্রামের সুমন, রমজান, মো. আরিফ ও মো. অনিক।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাতে ওই গ্রামের এক প্রবাসীর বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটে। অভিযুক্তদের মধ্যে চারজন ওই ঘটনার ভিডিও ধারণ করে এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনার ভিডিও ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে মুরাদনগর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। এরপরই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে ধর্ষণের ঘটনায় দায়ের করা অপর মামলায় অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়