ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে সাপ নিয়ে খেলা করতে গিয়ে মাহাফুজুর রহমান (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাহাফুজুর স্থানীয় বাসিন্দা মো. মতিয়ার রহমান মতির একমাত্র সন্তান।
পরিবার ও বন্ধুদের বরাতে জানা গেছে, সোমবার বিকেলে গ্রামের একটি তালগাছ থেকে মাহাফুজুর একটি বিষধর সাপ ধরে টিফিন বাটিতে আটকে রাখে। পরদিন মঙ্গলবার দুপুরে আবার ওই সাপ নিয়ে খেলা করতে গিয়ে তার হাতে সাপে ছোবল দেয়।
প্রাথমিকভাবে মাহাফুজ নিজের মতো করেই বিভিন্ন গাছের পাতা দিয়ে কামড়ের স্থান ঘষতে থাকেন এবং বিষ তুলে ফেলার চেষ্টা করেন। এতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। সঙ্গে থাকা বন্ধু সোহান দ্রুত পরিবারের সদস্যদের খবর দিলে তাকে বিকাল ৩টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাত ১০টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।
মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। রাতেই তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, “সাপ খেলনার জিনিস নয়। একটিমাত্র ভুল সিদ্ধান্তের কারণে একটি সম্ভাবনাময় প্রাণ ঝরে গেল। সবাইকে আরও সচেতন হওয়া দরকার।”
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাত-আরা বলেন, “সাপে কামড় দেওয়ার বেশ কিছুক্ষণ পর রোগীকে হাসপাতালে আনা হয়েছিল। দ্রুত চিকিৎসা শুরু করলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে রেফার্ড করা হয়।”
বুধবার সকালে নামাজে জানাজা শেষে মাহাফুজুরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ এলাকার বহু মানুষ।
স্থানীয়রা মাহাফুজুরের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শিশু-কিশোরদের সাপসহ বিপজ্জনক প্রাণীর প্রতি কৌতূহল থেকে বিরত রাখতে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান।