শিরোনাম
◈ মুরাদনগরে ধর্ষণকাণ্ড নিয়ে যা বললেন র‌্যাব (ভিডিও) ◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৫, ০৯:৩২ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে বৃদ্ধাকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে বসতঘরে ঢুকে হোসনে আরা বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে গুরুতর জখম করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামের কামাল কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত হোসনে আরা বেগম স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ধানসিঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কামাল খান ওরফে কামাল কোম্পানির মা।

হোসনে আরার ছেলে মাইন উদ্দিন জানান, “ঘটনার সময় আমার মা বাড়িতে একা ছিলেন। আমি বাইরে ছিলাম, স্ত্রীও চিকিৎসার জন্য বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে মায়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে তিনটি কোপ দেয়। এরপর তাঁর দুই কান ছিঁড়ে শরীরে থাকা প্রায় চার ভরি স্বর্ণালংকার ও বিছানার নিচে রাখা সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়।”

তিনি আরও জানান, “আমার ভাতিজা সালমান প্রথমে ঘরে গিয়ে দাদিকে রক্তাক্ত অবস্থায় অচেতন পড়ে থাকতে দেখে। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মা’কে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়।”

মাইন উদ্দিন দাবি করেন, “এটি কোনো সাধারণ চুরি নয়, এটি পরিকল্পিত ডাকাতি।”

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী নারী সবসময় স্বর্ণালংকার পরে থাকতেন। ধারণা করা হচ্ছে, চুরি করতে আসা দুর্বৃত্তকে তিনি চিনে ফেলেছিলেন—তাই তাঁকে আহত করা হয়। এটি ডাকাতি নয়, দু-একজন দুর্বৃত্তের সংঘটিত অপরাধ। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়