শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৫, ০৮:৩৪ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত, বিজিবির প্রতিবাদ

হাসমত আলী, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ইব্রাহিম বাবু (৩২) নামে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) দুপুরে ঝাঁঝাডাঙ্গা সীমান্তের গালার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে।

নিহত ইব্রাহিম বাবু দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তার পিতা মো. নুর ইসলাম জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তার ছেলে বাবু ৪-৫ জনের একটি দল নিয়ে সীমান্তের গালার মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৭৯ নম্বর পিলারসংলগ্ন এলাকা থেকে গুলি ছুড়লে বাবু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, বিএসএফ সদস্যরা তার মরদেহ ভারতীয় সীমানায় নিয়ে গেছে।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ তিতুমির বলেন, নিহতের গ্রামের বাড়ি পরিদর্শন করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তারা ঘটনার বিস্তারিত জানিয়েছেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, "ঘটনার বিষয়টি আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরে ৩২ ব্যাটালিয়নের বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা জানিয়েছেন, একদল স্বর্ণ চোরাকারবারির সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় গুলিতে একজন গুলিবিদ্ধ হয়।" তিনি আরও বলেন, "আমরা এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছি এবং পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান করেছি।"

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকের মৃত্যু নতুন কোনো ঘটনা নয়। তবে কৃষিকাজের সময় নিরস্ত্র একজন নাগরিকের নিহত হওয়া মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগের উদাহরণ। দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং মরদেহ ফেরতের দাবি উঠেছে স্থানীয়দের পক্ষ থেকেও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়