শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৫, ০৮:২১ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই আন্দোলনে শাসকের পতন হলেও কাঠামো রয়ে গেছে: কুড়িগ্রামে নাহিদ ইসলাম

কুড়িগ্রাম প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শাসনের পতন ঘটলেও সেই ফ্যাসিস্ট কাঠামো এখনো বহাল রয়েছে। দেশে এখনও মাফিয়াতন্ত্র, দখলদারিত্ব ও সন্ত্রাসের অব্যাহত উপস্থিতি রয়েছে। তাই লড়াই শেষ হয়নি, বরং এই সংগ্রাম চলছে এবং চলবে—একটি নতুন, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে।"

বুধবার (২ জুলাই) বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের ঘোষপাড়ায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি রাজারহাটেও একটি পথসভায় বক্তব্য দেন।

নাহিদ ইসলাম বলেন, "কুড়িগ্রাম মানেই অধিকারবঞ্চিত চরবাসীর লড়াই, ভূমিহীন মানুষের সংগ্রাম, সীমান্তে কান্না আর ফেলানীর ঝুলন্ত লাশের বেদনা। কুড়িগ্রাম মানেই তিস্তা চুক্তির জন্য আন্দোলন, তারামন বিবির অস্ত্রধারণ, আর জুলাই আন্দোলনের প্রতিচ্ছবি। এই মর্যাদার কুড়িগ্রাম গড়ে তোলার জন্য এনসিপির পতাকাতলে সবাইকে আহ্বান জানাই।"

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

এদিন কুড়িগ্রামের ৯টি উপজেলা থেকে আগত হাজারো কর্মী-সমর্থকের অংশগ্রহণে পদযাত্রা ও পথসভা প্রাণবন্ত হয়ে ওঠে। কর্মসূচি শেষে জেলার ফুলবাড়ী উপজেলায় আরও একটি পথসভা অনুষ্ঠিত হয়। এরপর এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা লালমনিরহাটের উদ্দেশে রওনা দেন।

সংক্ষিপ্ত বিশ্লেষণ:
নাহিদ ইসলামের বক্তব্যে একদিকে যেমন রাজনৈতিক কাঠামোগত পরিবর্তনের দাবি স্পষ্ট, তেমনি কুড়িগ্রামকে কেন্দ্র করে একটি ঐতিহাসিক ও প্রতীকী লড়াইয়ের বর্ণনাও উঠে এসেছে। এনসিপির এই ধারাবাহিক কর্মসূচি নতুন রাজনৈতিক গতিপথের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়