শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ০৮:২২ রাত
আপডেট : ০২ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ারায় ওসি পরিচয়ে প্রতারণা, ফ্রিজ-টিভি আত্মসাৎকারী গ্রেপ্তার

এস এম সালাহউদ্দিন, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিচয়ে ইলেকট্রনিক্স দোকান থেকে প্রতারণার মাধ্যমে ফ্রিজ, স্মার্ট টিভি ও সিলিং ফ্যান নেওয়ার ঘটনায় মো. সুমন নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) বিকেলে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার বুলুদিঘির পশ্চিম পাড় এলাকার হাজী খায়ের মোহাম্মদ কলোনির ৩১ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আনোয়ারা থানা সূত্রে জানা গেছে, গত ২৭ জুন (শুক্রবার) সকালে প্রতারক সুমন নিজেকে আনোয়ারা থানার ওসি পরিচয় দিয়ে আনোয়ারার পশ্চিম বৈরাগ এলাকার আল-মদিনা ইলেকট্রনিক্স দোকান থেকে একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি ও দুটি সিলিং ফ্যান এবং বটতলীর শাহ আমানত ইলেকট্রনিক্স থেকে একটি ফ্রিজ সংগ্রহ করে প্রতারণা করেন। পরে ভুক্তভোগীরা আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর ওসি মো. মনির হোসেনের নেতৃত্বে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে কোতোয়ালি থানাধীন এলাকায় সুমনকে আটক করে পুলিশ।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ওয়ালটন ব্র্যান্ডের ১৭৬ লিটারের একটি ফ্রিজ, সিঙ্গার ব্র্যান্ডের একটি সিলিং ফ্যান এবং তার দেওয়া তথ্যমতে পটিয়া এলাকা থেকে উদ্ধার করা হয় সিঙ্গার ব্র্যান্ডের একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ওসি পরিচয়ে প্রতারণার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযান অব্যাহত রয়েছে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়