শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ০৭:৫১ বিকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমে প্রতারণার অভিযোগে স্কুল শিক্ষিকার আত্মহত্যা, প্রতারকের বিচারের দাবিতে মানববন্ধন

লিয়াকত হোসেন জনী, মধুপুর (টাঙ্গাইল): প্রেমে প্রতারণার অভিযোগ এনে চিরকুট লিখে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার একজন স্কুল শিক্ষিকা। নিহত শিক্ষিকার নাম লাকী আক্তার (৩৫)। তিনি কুড়ালিয়া ইউনিয়নের কেউটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাকী আক্তারের সঙ্গে একই উপজেলার গোবিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইবনে মাসুদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তবে সম্পর্কের টানাপোড়েন ও প্রতারণার কারণে মানসিকভাবে ভেঙে পড়েন লাকী। গত সপ্তাহে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করলে প্রথমে তাকে মধুপুর হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

লাকীর পরিবার জানায়, মৃত্যুর একদিন পর তার ঘরে রাখা একটি ডায়েরি থেকে চিরকুট উদ্ধার করা হয়। সেখানে ইবনে মাসুদকে আত্মহত্যার জন্য দায়ী করেন লাকী। চিরকুটে তিনি তার প্রেমে প্রতারণার বিস্তারিত তুলে ধরেছেন।

এই ঘটনার পর মঙ্গলবার (১ জুলাই) সকালে লাকীর কর্মস্থল কেউটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। তারা এই আত্মহত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে অংশ নেন—স্কুলের প্রধান শিক্ষক হাছিনা খাতুন, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আজিজুর রহমান, লাকীর বড় বোন লাভলী আক্তার, হলুদিয়া গ্রামের আলেয়া বেগম, স্থানীয় বাসিন্দা কামাল হোসেন, স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সদস্য দেলোয়ার হোসেন এবং লাকীর বড় ভাই ঢাকা কলেজের ছাত্র কবির হোসেনসহ অনেকে।

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবির বলেন, “অভিযোগের ভিত্তিতে একটি মামলা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্তসহ পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়