শিরোনাম
◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের ◈ আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ০৭:০৩ বিকাল
আপডেট : ০২ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে পাসপোর্ট, ইয়াবা ও মোবাইলসহ মাদক কারবারি গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ৮০ পিস ইয়াবা, মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট ও মোবাইল ফোনসহ মোশাররফ মোল্লা মুসা (৪৬) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (১ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার গুনবাহ ইউনিয়নের চন্দনী গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোশাররফ মোল্লা মুসা ওই গ্রামের আবু সাইদের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী সেনা ক্যাম্পের একটি টহল দল এবং থানা পুলিশের যৌথ অভিযানে মুসাকে গ্রেপ্তার করা হয়। পরে তার শোবার ঘরে তল্লাশি চালিয়ে ৮০ পিস ইয়াবা, ৩টি মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ২টি বাটন ফোন জব্দ করা হয়।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নম্বর ১) দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত মুসা একজন চিহ্নিত মাদক কারবারি এবং এর আগেও তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুসাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবারই ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়