শিরোনাম
◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের ◈ আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ০২ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে ৩ শিক্ষার্থী নিখোঁজ, এক জনের মরদেহ উদ্ধার

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে তিন মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। এর মধ্যে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে পাকুন্দিয়া উপজেলার দত্তেরবাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন—চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে শাপলা আক্তার (১৪), হাবিব মিয়ার ছেলে আবির (৭) এবং মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)। তারা সবাই বিরুই নদীর পাড় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। এর মধ্যে নবম শ্রেণির শিক্ষার্থী শাপলা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে ৯ শিক্ষার্থী একটি ছোট নৌকায় করে নদী পার হয়ে মাদ্রাসায় যাচ্ছিল। দত্তেরবাজার এলাকায় পৌঁছালে নৌকাটি হঠাৎ ডুবে যায়। এতে ছয়জন তীরে সাঁতরে উঠতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ থাকে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, "নবম শ্রেণির শিক্ষার্থী শাপলা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুই শিশুর সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়