শিরোনাম
◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদারে ৬ নতুন ব্যবস্থা গ্রহণ ◈ সার্ক অচল: চীন-পাকিস্তানের বিকল্প জোট গঠনের ভাবনা, বাংলাদেশ জানালো অংশ নেয়ার পরিকল্পনা নেই ◈ দে‌শি আম্পায়ার‌দের দক্ষতা বাড়া‌তে ৩ বছরের জন্য অ‌স্ট্রেলিয়ান সাইমন টাফেলকে নিয়োগ দিচ্ছে বিসিবি ◈ বিপিএল শুরু হ‌বে জানুয়া‌রি‌তে, দল এখ‌নো চূড়ান্ত হয়‌নি  ◈ আর্জেন্টিনার ফুটবল ম্যাচে ইসরায়েলবিরোধী বিক্ষোভ: পতাকা, কফিন, ড্রোন—৫ সমর্থক গ্রেপ্তার, নিষেধাজ্ঞা জারি ◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও)

প্রকাশিত : ৩০ জুন, ২০২৫, ০৭:৫৩ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জ পৌরসভার ৬৯ কোটি টাকার বাজেট ঘোষণা

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য কিশোরগঞ্জ পৌরসভার ৬৮ কোটি ৯২ লাখ ১৭ হাজার ৩৬২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে ৬৫ কোটি ৭০ লাখ ৯৪ হাজার ২৮৪ টাকা ব্যয় এবং  ৩ কোটি ২১ লাখ ২৩ হাজার ৭৮ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, পানি সরবরাহ, শহর অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, পরিস্কার-পরিচ্ছন্নতা এবং আর্থ-সামাজিক উন্নয়নকে গুরুত্ব দেয়া হয়েছে।

বাজেট ঘোষণা উপলক্ষে সোমবার (৩০ জুন) দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মমতাজ বেগম।
পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বাজেট উপস্থাপন করেন হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতের আয় ধরা হয়েছে ৩২ কোটি ১৮ লাখ ৬৯ হাজার ২১৩ টাকা, পানি সরবরাহ খাতে আয় ধরা হয়েছে ৪ কোটি ৬৮ লাখ ১৮ হাজার ২২৮ টাকা, উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৫ কোটি ৫০ লাখ ৫৫ হাজার ১৬৭ টাকা, প্রকল্প খাতে আয় ধরা হয়েছে ২৪ কোটি ১৫ লাখ ৫৩ হাজার ৭৫৩ টাকা এবং মূলধন খাতে ২ কোটি ৩৯ লাখ ২১ হাজার টাকা আয় ধরা হয়েছে।

৩ কোটি ২১ লাখ ২৩ হাজার ৭৮ টাকা উদ্বৃত্ত দেখিয়ে প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতের ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি ৬৫ লাখ ৯৭ হাজার ৮৭৯ টাকা, পানি সরবরাহ খাতে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৫৩ লাখ ৬৫ হাজার ৩২৩ টাকা, উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৪৯ লাখ ৬২ হাজার ৫৮২ টাকা, প্রকল্প খাতে ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ১৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকা এবং মূলধন খাতে ১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. মহিউদ্দিন জাহাঙ্গীর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজিব আলম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম প্রমুখসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়