শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ২৯ জুন, ২০২৫, ০৩:২৫ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল ইমিগ্রেশনে আওয়ামী লীগ কর্মী গ্রেফতার

আইরিন হক, বেনাপোল (যশোর): ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন এলাকা থেকে নেত্রকোনার খালিয়াঝুড়ি উপজেলার এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার (৩০ জুন) সকাল ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে প্রবেশ করলে সন্দেহভাজন হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তথ্য যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায়, তিনি একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সরোয়ারুজ্জামান জোসেফ নেত্রকোনা জেলার খালিয়াঝুড়ি উপজেলার সাবেক আওয়ামী লীগ কর্মী। তিনি একই উপজেলার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর এ পর্যন্ত বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আওয়ামী লীগের ১৬ জন নেতা-কর্মীকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন জানান, “সরোয়ারুজ্জামান জোসেফের বিরুদ্ধে নেত্রকোনা জেলা ও খালিয়াঝুড়ি থানায় বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেফতারের পর বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাকে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হবে।”

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিদেশ পালানোর অপচেষ্টা যে কোনো দলের ক্ষেত্রেই নজরদারির আওতায় রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়