শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি: কড়াকড়ি বজায়, সুদহার পরিবর্তন নেই ◈ উচ্চকক্ষ নিয়ে ঐকমত্য কমিশনে উত্তপ্ত বিতর্ক-উত্তেজনা, ‘দুঃখিত’ বলার পর শান্ত হলেন এনসিপি নেতারা ◈ ‘সাদিক কায়েমের কোনো অসততার অভিযোগ নেই এখন পর্যন্ত’ ◈ আগামী ৫-৬ দিন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ: প্রেস সচিব ◈ শৈলকুপায় ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৬ ◈ বৈরী আবহাওয়ায় উত্তাল সমুদ্র, মাছ ধরার ট্রলার না যাওয়ার নির্দেশ ◈ মে‌সির ইন্টার মায়ামির নাটকীয় জয় ◈ “জাতীয় সরকারের প্রস্তাব বিএনপিকে দেওয়া হয়েছিল”, মির্জা ফখরুলের বক্তব্য খণ্ডন করলেন নাহিদ ইসলাম ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, ১৩ ব্যাংকে ৫ কোটি টাকা ফ্রিজ ◈ অন্তর্বর্তী সরকারের ‘এক্সিট পলিসি’ নিয়ে চিন্তা করার সময় এসেছে

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ০৫:১১ বিকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে ৩টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরের সরিষাবাড়ীতে ৩ টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী। সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরআদ্রা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে হ্যান্ড গ্রেনেড তিনটিকে নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বোম্ব-ডিসপোজাল ইউনিটকে অবগত করা হয়। পরে শহীদ সালাউদ্দিন সেনানিবাস হতে বোম্ব নিষ্ক্রিয় দল এসে গ্রেনেড গুলোকে বিস্ফোরণের মাধ্যমে নিস্ক্রিয় করে দেয়।

সরেজমিন ও সেনাবাহিনী সুত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলাধীন সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা (উত্তরপাড়া) গ্রামে বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ এর পতিত জমিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের রাস্তা নির্মাণের জন্য ভেকু দিয়ে মাটি কাটার সময় হ্যান্ড গ্রেনেড সদৃশ্য তিনটি বস্তু দেখতে পায় স্থানীয়রা। এসময় বিষয়টি সরিষাবাড়ী থানা পুলিশকে জানালে পুলিশ তারাকান্দি আর্মি ক্যাম্পকে অবহিত করলে তারাকান্দি আর্মি ক্যাম্প হতে ওয়ারেন্ট অফিসার মোঃ ফরিদুল ইসলাম ২৬ বীর এর একটি টহল দল নিয়ে ঘটনা স্থলে এসে এই এলাকা ও এলাকার মানুষদের নিরাপত্তার জন্য অবস্থান করে। পরে তারা বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। 

খবর পেয়ে সকালে ঘাটাইলের শহীদ সালাউদ্দিন সেনানিবাসের মেজর আব্দুল্লাহ আল মারুফের নেতৃত্বে বোম্ব ডিসপোজাল ইউনিটের দশ সদস্যের একটি টীম ঘটনাস্থলে আসে। পরে দুপুর ১টার দিকে তারা হ্যান্ড গ্রেনেড ৩টি বিস্ফোরণের মাধ্যমে নিস্ক্রিয় করে দেয়। পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেড ৩টি ১৯৭১ সালের হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়