শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ০৪ জুন, ২০২৫, ১২:১৫ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে সিলিন্ডারবাহী ট্রাক উল্টে একের পর এক বিস্ফোরণ

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরাসার এলাকায় চট্টগ্রাম-সিলেট মহাসড়কে গ্যাস সিলিন্ডার বহনকারী একটি ট্রাক উল্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনায় অন্তত দুই শতাধিক সিলিন্ডার একের পর এক বিস্ফোরিত হয়। যদিও এই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঢাকার শাহবাগ থেকে ছেড়ে আসা ট্রাকটি মধ্যপাড়ার বর্ডার বাজারের দিকে যাচ্ছিল। বিরাসার এলাকায় মহাসড়কের একটি বড় গর্তে চাকা পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। সামনে থাকা একটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগার পরই ট্রাকে আগুন ধরে যায় এবং কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ট্রাকে থাকা সিলিন্ডারগুলোতে।

বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস জানান, আগুনের সূত্রপাত সম্ভবত প্রাইভেটকার থেকেই হয়েছে। ট্রাকে থাকা অধিকাংশ সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা মহাসড়কের দীর্ঘদিনের ভাঙাচোরা অবস্থাকে এই দুর্ঘটনার জন্য দায়ী করছেন। বৃষ্টির কারণে গর্তে পানি জমে ট্রাকের চাকা পড়ে দুর্ঘটনা ঘটে বলে জানান তারা।

সদর থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন বলেন, “দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে সহায়তা করে। সকাল ৯টা পর্যন্ত যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে বিকল্প রুটে ট্রাফিক স্বাভাবিক রাখা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়