শিরোনাম
◈ ছোট-খাটো বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুৃলোকে বিভেদ সৃষ্টি না করার’ আহ্বান ◈ পূর্বে ছিলো ৫টি সংসদীয় আসন: গাজীপুরের প্রস্তাবিত ৬টি সংসদীয় আসনের এলাকা ◈ কুমিল্লা শিক্ষা বোর্ডে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংকট, এবার ৪৬৮ কলেজে খালি থাকবে দেড় লক্ষাধিক আসন ◈ চার খাতের সক্ষমতা বাড়াতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন ◈ ‎লালমনিরহাটে হঠাৎ বন্যা, কমতে শুরু করেছে তিস্তার পানি ◈ ভারতের ওপরে ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, দিলেন হুমকিও ◈ সাইবার হামলার ঝুঁকিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, জরুরি সতর্কতা বাংলাদেশ ব্যাংকের ◈ বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ ◈ সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট: তারেক রহমান ◈ এমপিওভুক্ত পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর

প্রকাশিত : ০৩ জুন, ২০২৫, ০৯:১৩ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পঞ্চগড়ে মধ্যরাতে সীমান্ত পার, ২৬ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি: মধ্যরাতের ঘোরে আবারও পঞ্চগড়ের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে নারী ও শিশুসহ ২৬ জন মানুষ। অভিযোগ উঠেছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পরিকল্পিতভাবে তাদের বাংলাদেশের মাটিতে পুশইন করেছে।

ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাতে। সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এবং চাকলাহাট ইউনিয়নের শিংরোড সীমান্ত দিয়ে তারা প্রবেশ করে। পরদিন ভোরে স্থানীয় গ্রাম পুলিশ ও বিজিবির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে সবাইকে আটক করেন।

হাড়িভাসা সীমান্তে আটক ৯ জনকে প্রথমে গ্রাম পুলিশের সদস্যরা ঘাগড়া বিওপিতে হস্তান্তর করেন। অন্যদিকে, খুনিয়াপাড়া সীমান্ত দিয়ে আসা ১৭ জনকে শিংরোড বিওপির সদস্যরা আটক করেন। পরে মোট ২৬ জনকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ৯ জন নারী, ৯ জন শিশু এবং ৮ জন পুরুষ রয়েছেন। তারা জানান, ভারতের হরিয়ানা প্রদেশে ১০ থেকে ১৫ বছর ধরে তারা কাজ করছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের গ্রেফতার করে বিমানযোগে নিয়ে যায় বাগডোগরা। সেখান থেকে তাদের বিএসএফের হাতে তুলে দেওয়া হয় এবং রাতের অন্ধকারে সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পাঠানো হয়।

তারা দাবি করেছেন, তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায়।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, “বিজিবির মাধ্যমে ২৬ জনকে আমরা গ্রহণ করেছি। তারা প্রকৃতপক্ষে বাংলাদেশি কিনা, যাচাই করা হচ্ছে। যাচাই শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়