তরিকুল ইসলাম জেন্টু, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ফার্মেণ্টেড মিল্ক ও সুইটমিট পণ্যের সিএম লাইসেন্স গ্রহণ না করেই মিথ্যা তথ্য প্রদান করে বগুড়ার আদমদীঘির সান্তাহারে খাদ্য পণ্য বিক্রির অপরাধে তিন হোটেল মালিকের ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার সান্তাহার পৌর শহরের স্টেশন রোড এলাকায় হোটেল স্টার, ডিজিটাল স্টার ও বিসমিল্লাহ্ হোটেলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা এ রায় দেন। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) সাখাওয়াত হোসেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারা অনুয়ায়ী উক্ত অপরাধের জন্য হোটেল স্টারকে ২০ হাজার টাকা, ডিজিটাল স্টারকে ২০ হাজার টাকা ও বিসমিল্লাহ্ হোটেলকে ৩০ হাজার টাকা মিলে সর্বমোট ৭০ হাজার টাকা জড়িমানা আদায় করা হয়েছে।